ফরিদপুরে গৃহবধুর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যাকান্ড - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, October 16, 2015

ফরিদপুরে গৃহবধুর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যাকান্ড

নিউজ টুডে ফরিদপুর, ১৬ অক্টোবরঃ
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শারমিন আক্তার নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১ টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
শারমিনের বাবা সদর উপজেলার উত্তর সাধিপুর এলাকার বাসিন্দা কাদের খান জানান, বছর চারেক আগে সদর উপজেলার কমলাপুর এলাকার বক্কার মিয়ার ছেলে রবিউল মিয়া’র সাথে মেয়ের বিয়ে দেন। বিয়ের ৬ মাস পর থেকেই মেয়ের উপর নির্যাতন শুরু করে স্বামী ও শাশুড়ি। কয়েকবার এনিয়ে দেন দরবার হয়েছে। ওদের ২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। গত রাতে রবিউলের মামা আমাকে ফোন দিয়ে জানায় যে শারমিন হাসপাতালে আপনি আসেন। প্রথমে বলে জেনারেল হাসতপাতাল পরে মেডিকেলে যেতে বলে। আমরা হাসপাতালে গিয়ে আমার মেয়েকে মৃত্যু দেখতে পাই। আর ওর স্বামীর বাড়ির কেউ ছিল না হাসপাতালে। ফোন করেও তাদের পাওয়া যায় নি। তিনি তার মেয়েকে হত্যা করা হয়েছে মর্মে কোতয়ালী থানায় একটি অভিযোগ দিয়েছেন। নিহত শারমিনের শরীরে একাধীক আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছে চিকিৎসক ও স্বজনেরা।
ফরিদপুর কোতয়ালী থানার উপ পরিদর্শক বেলাল হোসাইন জানান, হাসপাতাল সূত্রে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় আপাতত একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।  #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages