সংস্কারের অভাবে নগরকান্দা-জয়বাংলা সড়কের বেহাল দশা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, October 16, 2015

সংস্কারের অভাবে নগরকান্দা-জয়বাংলা সড়কের বেহাল দশা

বোরহানুজ্জামান, নগরকান্দা প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার নগরকান্দা-জয়বাংলা সড়কটি সংস্কারের অভাবে খানাখন্দ তৈরী হয়ে এখন চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। সড়কের বেহাল দশার কারনে এলাকাবাসিকে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর অধিনে থাকা নগরকান্দা-জয়বাংলা সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। খানাখন্দের কারনে এ সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন ব্যাপক ঝুকি নিয়ে চলাচল করতে দেখা গেছে। ফরিদপুর সদর থেকে নগরকান্দা হয়ে গোপালগঞ্জ জেলায় এ সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। এ এলাকা কৃষি প্রধান হওয়ায় উৎপাদিত কৃষি পণ্য বিক্রি করার জন্য বিভিন্ন হাটে অথবা মিল কারখানায় নেওয়ার সময় এ সড়ক দিয়েই যাতায়াত করতে হয়। তবে সড়কটির বেহাল দশার কারনে প্রায়ই ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে অনেকেই। সড়কের খানাখন্দে পড়ে কৃষকের উৎপাদিত কৃষি পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। স্কুল কলেজে যাওয়ার সময় অনেক শিক্ষার্থী সড়কের কাঁদাপানিতে নাকানি চুবানি খাচ্ছে। এতে মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে সাভাবিক শিক্ষা প্রবাহ। এ সড়কে একটু বৃষ্টি হলেই হাটু পানি জমে যায়। দেখে মনে হয় রাস্তার উপর ছোট ছোট মাছের খামার বা পুকুর খনন করা হয়েছে।। একটু বৃষ্টি হলেই সড়কের গর্তে ঘোলা পানি জমে রাস্তা সমান দেখা যাওয়ার কারনে, ভুল করে চোরা গর্তে পা দিয়ে অনেক বয়স্ক মানুষ কোমড় ও পা ভেঙ্গে পঙ্গুত্ব বরণ করছে। ফরিদপুর সদর থেকে নগরকান্দা হয়ে গোপালগঞ্জ জেলায় প্রবেশের প্রধান সড়কের এ বেহাল দশা অনেক দিন ধরেই। তবে কারো যেনো কোনো মাথা ব্যথা নেই। অনেক বড় বড় আমলা, নেতা, জনপ্রতিনিধি ও সমাজ সেবক এ সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। কিন্তু এ পর্যন্ত সড়কটির সংস্কারের জন্য সামান্য পদক্ষেপ  কাউকে নিতে দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে। যত জ্বালা যেনো এলাকার সাধারন মানুষের। তাদের প্রতিনিয়ত এ সড়ক দিয়ে বাধ্য হয়ে অন্তহীন ভোগান্তি সহ্য করে চলাচল করতে হচ্ছে।
সারা দেশের ন্যায় নগরকান্দা উপজেলায় উন্নয়নের ধারা অব্যাহত থাকলেও উপজেলার নগরকান্দা-জয়বাংলা সড়কের মাত্র ৭ কিলো মিটার পথ উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত আছে বহু দিন ধরে। যেনো কারো দেখার নেই, কারো দায়িত্ব নেই সড়কটির উন্নয়ন করে মানুষকে দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার। অথচ, জন গুরুত্বপুর্ণ এ সড়কটির উন্নয়নের সাথে জড়িয়ে আছে ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার  প্রায় ১০ লাখ মানুষের সুখ-দুঃখ।
এলাকার ভুক্তভোগিরা মনে করেন, ফরিদপুরের নগরকান্দা সালথা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রচেষ্টায় নগরকান্দা উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নগরকান্দার এ প্রধান সড়কটির দ্রুত সংস্কার হওয়া জরুরী। এলাকাবাসি মনে প্রাণে বিশ্বাস করেন, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী এমপি এবং তার সুযোগ্য সন্তান নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নগরকান্দা সালথা উপজেলার উন্নয়নের রূপকার আয়মন আকবর বাবলু চৌধুরীর আন্তরিক প্রচেষ্টায় খুব দ্রুতই সংস্কার কাজ শুরু হবে। লাঘব হবে নগরকান্দার সাধারন মানুষের দুঃখ-দুর্দশা।
নগরকান্দা উপজেলা প্রকৌশলী রেজাউল করিম জানান, নগরকান্দা-জয়বাংলা সড়কের সংস্কার করার জন্য আমাদের সব রকম প্রস্ততি এখন শেষ পর্যায়ে। অতি শীগ্র এ সমাস্যার সমাধান হবে। #
নিউজ টুডে ফরিদপুর, ১৬ অক্টোবর।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages