সবুজ ছাতা হেলথ কেয়ারে চাকরী। - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, February 25, 2018

সবুজ ছাতা হেলথ কেয়ারে চাকরী।

নিউজটুডেফরিদপুরঃ
সেন্টার ডিরেক্টর নিয়োগ দেবে চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সবুজ ছাতা হেলথ কেয়ার লিমিটেড। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে সেটি উল্লেখ করা হয়নি। নিজ নিজ থানায় স্বাস্থ্য সেবায় ক্যারিয়ার গড়তে আগ্রহী নারী ও পুরুষ আবেদন করতে পারেন।
চাকরির বিবরণ/দায়িত্বসমূহ :
১) প্রার্থীকে সদস্য সংগ্রহ, টীম গঠন, পরিচালনা, সুপারভিশন ও প্রতিবেদন তৈরি করতে হবে।
২) ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে সদস্য সংগ্রহ ও বাড়ি বাড়ি গিয়ে সেবা প্রদান।
৩) স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে কাজের লক্ষ্যমাত্রা অর্জন ও কেন্দ্রের যাবতীয় হিসাব সংরক্ষণ।
৪) নিজ এলাকায় কাজ করার জন্য স্বাস্থ্য কর্মী, চিকিৎসকসহ প্রয়োজীয় লোকবল বাছাই করা।
সেবার নিয়ম :
১) কোম্পানির নিয়ম অনুযায়ী বাৎসরিক ভর্তি ফি এবং মাসিক সার্ভিস চার্জের মাধ্যমে পরিবারের সকল সদস্যকে পর্যায়ক্রমে প্রদত্ত সুবিধা সমুহ প্রদান করা হবে।
২) স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে প্রতি সপ্তাহে বাড়ি বাড়ি গিয়ে সেবা প্রদান।
৩) বিনামূল্যে জ্বর, প্রেসার ও স্বল্প মূল্যে ডায়াবেটিস টেস্ট।
৪) কোম্পানির সরবরাহকৃত ওষুধ বিনামূল্যে ও অ্যালোপ্যাথিক ওষুধ, খাবার স্যালাইন, জন্মনিয়ন্ত্রণ পিল-কন্ডম, স্যানেটারি নেপকিন ইত্যাদি ন্যায্য মূল্যে এবং অন্যান্য ওষুধ স্বল্প মূল্যে প্রদান।
৫) কোম্পানির ‘হ্যালো ডাক্তার’ সার্ভিস সেন্টার থেকে সেবা প্রদান।
৬) ওয়ার্ড/ইউনিয়ন পর্যায়ে কেম্পেইনের মাধ্যমে সেবা প্রদান।
৭) কোম্পানির স্বাস্থ্যকেন্দ্র ও বিভিন্ন ক্লিনিক/ডায়াগনোস্টিক সেন্টার থেকে ডাক্তার ফিসহ সকল প্রকার সেবা বিশেষ কমিশনে প্রদান।
চাকরির ধরন : ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/স্নাতকোত্তর/গইইঝ/ইঐগঝ/সমমান।
অন্যান্য যোগ্যতা : প্রার্থীকে নিজ এলাকায় পরিচিত, সাংগঠনিক কাজে দক্ষ, চটপটে, মিষ্টভাষী ইত্যাদি গুণাবলীর অধিকারী হতে হবে।
কর্মস্থল : বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন সীমা : নির্ধারিত কাজের বিনিময়ে মাসিক আয়/বেতন/ভাতা ১৮,০০০ টাকা, পরে আরও বাড়বে।
অন্যান্য সুবিধা : উৎসব বোনাস, প্রফিট বোনাস, টিএ ও কোম্পানির নিয়ম অনুযায়ী বিবিধ সুবিধা দেয়া হবে। মাসিক আয়/বেতন/ভাতা ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে চুড়ান্ত করা হবে।
আবেদনের নিয়মাবলী :
১। আগ্রহীদের পদের নাম, ই-মেইল, মোবাইল নম্বর, ছবিসহ বায়োডাটা ডাক/কুরিয়ার/ই-মেইল (ংযড়নঁলপযযধঃধযবধষঃযপধৎব@মসধরষ.পড়স) এর মাধ্যমে পাঠাতে হবে।
২। হেড অফিসে সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে এবং চূড়ান্তভাবে নির্বাচিতদের নিজ এলাকায় প্রশিক্ষণমূলক কাজ করিয়ে তৈরি করে নেয়া হবে, তাই অভিজ্ঞতার প্রয়োজন নাই।
৩। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন, একাধিক পদে আবেদন গ্রহণযোগ্য নয়
সবুজ ছাতা হেলথ কেয়ার লি: হেড অফিস : ১/৪, ব্লক # ডি, সেকশন # ১১, মিরপুর, পল্লবী, ঢাকা- ১২১৬ ।
Email:- shobujchhatahealthcare@gmail.com
আবেদনের শেষ তারিখ : ১৩ মার্চ ২০১৮
কোম্পানির তথ্য : সবুজ ছাতা হেলথ কেয়ার লি:
ঠিকানা : হেড অফিস:- ১/৪, ব্লক # ডি, সেকশন # ১১, মিরপুর, পল্লবী, ঢাকা- ১২১৬
ওয়েব : www.shobujsata.com

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages