সানি লিওনকেও পিছনে ফেললেন প্রিয়া - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, February 25, 2018

সানি লিওনকেও পিছনে ফেললেন প্রিয়া


নিউজটুডেফরিদপুরঃ

ইতিমধ্যে নামটি শুনেছেন হয়তো, প্রিয়াঙ্কা প্রকাশ। একটি মিউজিক ভিডিওতে আনকোরা অভিনয়, নামটিকে নিয়ে এসেছে আলোচনার লাইম লাইটে।

কমনীয় মুখাবয়ব, চোখের ইশারা, এবং সর্বপরি তার হৃদয়ঘাতী হাসি অনলাইন জুড়ে প্রলয় নাচন তুলেছে। ভিডিওটি মুক্তির এক ঘণ্টার মধ্যে ভাইরাল হয়। এরই সাথে হঠাৎই ইন্টারনেট সেনসেশন বনে যান প্রিয়াঙ্কা প্রকাশ। দৌড়-ঝাপ শুরু করে দেয় দেশ-বিদেশি গণ মাধ্যম, কে আর আগে প্রিয়াঙ্কা কত বেশি দেখাবে।

রাতারাতি এই পরিচিতির সুবাধে তিনি পেছনে ফেলেছেন বলিউড অভিনেত্রী সানি লিওনিকে। ইনস্টাগ্রামে একদিনে ছয় লাখের বেশি অনুসারী পেয়েছেন প্রিয়াঙ্কা। এ তালিকায় তার সামনে আছেন কেবল কাইলি জেনার এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ওরফে সিআর-৭। 


তিনি আরও একটি রেকর্ড গড়েছেন। এটি শুধু সানি লিওনির নয়, অপরাপর অভিনেত্রীদের মনে জ্বালা ধরিয়ে দিতে পারে। প্রকাশিত খবর অনুসারে, ইন্টারনেটে সার্চ দেওয়ার ক্ষেত্রে ‘প্রিয়া প্রকাশ’ শব্দটি পেছনে ফেলেছে ডাক সাইটে সব বলিউড সুন্দরীকে। এর মধ্যে রয়েছে দিপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, এবং আলিয়া ভাটের মতো হালের সব হার্ট থ্রব সেনসেশন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages