নিউজটুডেফরিদপুরঃ
সকল গুঞ্জন আর সমালোচনা ছাপিয়ে অবশেষে একসাথে একসময়ে সুপার হিট চিত্র নায়িকা অপু বিশ্বাস ও বাপ্পী। নতুন ছবিতে জুটি বাধতে চলছেন এই দুই স্টার।
এর আগে ‘কাঙ্গাল’ নামে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর আকস্মিক এক ‘গুঞ্জন’ ছড়ায় অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরীকে নিয়ে। ওই গুঞ্জনে বেশ ক্ষোভ প্রকাশ করেছিলেন বাপ্পি। সকল সমালোচনা প্রত্যাক্ষ্যান করেছিলেন অপু বিশ্বাসও। ওই ছবি’র শ্যুাটিং এখনো শুরু না হলেও সমালোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নতুন ছবিতে এক সাথে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।
দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এই জুটি। ১৬ বছর পর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির সিক্যুয়েল বানাচ্ছেন দেবাশীষ। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরী হচ্ছে ছবিটি।
সাকিব অপুর সম্পর্ক নিয়ে জল ঘোলার মধ্যেই বাপ্পিকে নিয়ে সমালোচনার ঝড় উঠে কিছু দিন আগেই। এমনও শোনা যায় বাপ্পী ফ্লাটও নিতে চেয়েছিলেন অপুর বাসার পাশে।
তাকে অপু বাপ্পী দুইজনই তখন বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তাদের দাবী তাদের সম্পর্ক ভাই বোনের মত। প্রেম কিভাবে সম্ভব।
দেবাশীষের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ এর ব্যাপক সফলতার ১৬ বছর পরে এর সিক্যুয়েল বানাচ্ছেন তিনি। এর আগে তার এই ছবি নির্মানের পরে তা রিমেক করে কলকাতা। #
সকল গুঞ্জন আর সমালোচনা ছাপিয়ে অবশেষে একসাথে একসময়ে সুপার হিট চিত্র নায়িকা অপু বিশ্বাস ও বাপ্পী। নতুন ছবিতে জুটি বাধতে চলছেন এই দুই স্টার।
এর আগে ‘কাঙ্গাল’ নামে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর আকস্মিক এক ‘গুঞ্জন’ ছড়ায় অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরীকে নিয়ে। ওই গুঞ্জনে বেশ ক্ষোভ প্রকাশ করেছিলেন বাপ্পি। সকল সমালোচনা প্রত্যাক্ষ্যান করেছিলেন অপু বিশ্বাসও। ওই ছবি’র শ্যুাটিং এখনো শুরু না হলেও সমালোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নতুন ছবিতে এক সাথে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।
দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এই জুটি। ১৬ বছর পর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির সিক্যুয়েল বানাচ্ছেন দেবাশীষ। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরী হচ্ছে ছবিটি।
সাকিব অপুর সম্পর্ক নিয়ে জল ঘোলার মধ্যেই বাপ্পিকে নিয়ে সমালোচনার ঝড় উঠে কিছু দিন আগেই। এমনও শোনা যায় বাপ্পী ফ্লাটও নিতে চেয়েছিলেন অপুর বাসার পাশে।
তাকে অপু বাপ্পী দুইজনই তখন বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তাদের দাবী তাদের সম্পর্ক ভাই বোনের মত। প্রেম কিভাবে সম্ভব।
দেবাশীষের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ এর ব্যাপক সফলতার ১৬ বছর পরে এর সিক্যুয়েল বানাচ্ছেন তিনি। এর আগে তার এই ছবি নির্মানের পরে তা রিমেক করে কলকাতা। #
No comments:
Post a Comment