নিউজটুডেফরিদপুরঃ
শেখ সাদী মারজান। তরুন কবি ও আবৃত্তিকার। বাড়ি ফরিদপুরের কানাইপুরে। গ্রাজুয়েশন করছেন ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের আবৃত্তি করে সুনাম কুরিয়েছেন শেখ সাদী মারজান।
একুশে বইমেলায় বুধবার মোড়ক উন্মোচন হলো সম্ভাবনাময় এই তরুনের প্রথম কাব্য গ্রন্থ ‘আলোর বিলাপ আঁধারের হাসি’।
‘আলোর বিলাপ আঁধারের হাসি’ এর মোড়ক উন্মোচন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক মনোরঞ্জন ঘোষালসহ সমকালীন কবিবৃন্দ।
বইটি প্রকাশ করেছে বাবুই প্রকাশনী, গ্রন্থটির প্রচ্ছদ করেছেন হোসাইন মোবারক। তিন ফর্মার বইটিতে রয়েছে চল্লিশটি কবিতা। বইটির মূল্য রাখা হয়েছে নব্বই টাকা।
বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার বাবুই প্রকাশনীতে, স্টল নং ৪০৫, সপ্তবর্ণ স্টল নং ৬১৯, লিটলম্যাগ কর্ণারের গল্পকার ও চরন্তিকার স্টলে।
এছাড়াও চাইলে বইটি রকমারি ডট কম থেকেও নিতে পারবেন। #
শেখ সাদী মারজান। তরুন কবি ও আবৃত্তিকার। বাড়ি ফরিদপুরের কানাইপুরে। গ্রাজুয়েশন করছেন ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের আবৃত্তি করে সুনাম কুরিয়েছেন শেখ সাদী মারজান।
একুশে বইমেলায় বুধবার মোড়ক উন্মোচন হলো সম্ভাবনাময় এই তরুনের প্রথম কাব্য গ্রন্থ ‘আলোর বিলাপ আঁধারের হাসি’।
‘আলোর বিলাপ আঁধারের হাসি’ এর মোড়ক উন্মোচন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক মনোরঞ্জন ঘোষালসহ সমকালীন কবিবৃন্দ।
বইটি প্রকাশ করেছে বাবুই প্রকাশনী, গ্রন্থটির প্রচ্ছদ করেছেন হোসাইন মোবারক। তিন ফর্মার বইটিতে রয়েছে চল্লিশটি কবিতা। বইটির মূল্য রাখা হয়েছে নব্বই টাকা।
বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার বাবুই প্রকাশনীতে, স্টল নং ৪০৫, সপ্তবর্ণ স্টল নং ৬১৯, লিটলম্যাগ কর্ণারের গল্পকার ও চরন্তিকার স্টলে।
এছাড়াও চাইলে বইটি রকমারি ডট কম থেকেও নিতে পারবেন। #
No comments:
Post a Comment