ভাঙ্গায় প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, February 8, 2018

ভাঙ্গায় প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার

নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের ব্রাক্ষনদ্রী গ্রামে ২৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছেন। 

এই ঘটনায় বুধবার রাত ১১টার দিকে একই গ্রামের দুই সন্তানের জনক আয়নাল হক (৪২) এর বিরুদ্ধে ভাঙ্গা থানায় ধর্ষিতা ওই নারীর মা বাদী হয়ে মামলা করেছেন।

জানা গেছে, ওই নারী বাক ও বুদ্ধী প্রতিবন্ধী। বুধবার দুপুরে বাড়ির পাশে একটি মাঠে ঘুরতে গিয়েছিল সে। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেলেও বাড়িতে না ফেরায় মায়ের দুশিন্তা হয়। 

পরে সে মাঠে মেয়েকে খুঁজতে গেলে মাঠের পাশে একটি গমক্ষেতে মেয়েকে ধর্ষনের সময় দেখে ফেলে।  এসময় সেখান থেকে ধর্ষক আয়নাল দৌড়ে পালিয়ে যায়।

ভাঙ্গা থানার উপপরিদর্শক (এস আই) শামচুল আলম সুমন জানান, রাতে মেয়েটির পরিবার থানায় এসে অভিযোগ দায়ের করেছে। এই ঘটনায় ধর্ষকের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে। ধষর্ক আয়নালকে গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages