সদরপুরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুই পরীক্ষার্থী আটক - NEWS TODAY FARIDPUR

Home Top Ad

Post Top Ad

Thursday, February 8, 2018

demo-image

সদরপুরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুই পরীক্ষার্থী আটক

Prosno-Fas-BG120160412202712
নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরের সদরপুরে চলমান এসএসসি পরীক্ষার ধর্ম বিষয়ের প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে দুই পরীক্ষার্থীতে আটক করা হয়েছে। এ ব্যাপারে সদরপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার ধর্ম পরীক্ষার দিন এ ঘটনা ঘটে বিশ্ব জাকের মঞ্জিল সরকারি বিদ্যালয় কেন্দ্রে।

প্রশ্ন ফাঁস করার অভিযোগে আটক হওয়া ওই দুই পরীক্ষার্থী হলো সুমন শিকদার (১৭) ও সজীব প্রামাণিক (১৭)। তারা দুইজন উপজেলার চরবিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তাদের কেন্দ্র ছিল বিশ্ব জাকের মঞ্জিল সরকারি বিদ্যালয়।

বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টা ৯ মিনিটের দিকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশের পূর্ব মুহুর্তে মোবাইল থেকে প্রশ্ন আপডেট করার সময় গোপন সংবাদের ভিত্তিতে দুই পরীক্ষার্থীকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার।

ইউএনও পূরবী গোলদার বলেন, সকাল ৯টা ৯ মিনিটে ওই দুই পরীক্ষার্থীর মুঠোফোনে সমাধান করা প্রশ্ন পাওয়া যায়। পরীক্ষা শুরুর পর নিরীক্ষা করে দেখা যায় ওই দুই ছাত্রের মুঠোফোনে পাওয়া বহু নির্বাচনী প্রশ্নগুলি হুবহ মিলে গেছে। পরে ওই দুই পরীক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়।

ওই দুই পরীক্ষার্থী জানায়, তাদের দুইজনকে দুই প্রাইভেট শিক্ষক প্রশ্ন পত্রের ফাঁসের তথ্য দিয়েছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, ইউএনও এর নির্দেশে ওই দুই পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।#

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages

Contact Form

Name

Email *

Message *