নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুর শহরের ভাটিলক্ষীপুর খানকায়ে চিশতিয়া দরবার শরীফের বাৎসরিক ওরশ মোবারক সম্পন্ন হয়েছে।
বুধবার রাতে ওয়াজ, মিলাদ মাহফিল, জিকির আসকার, ধর্মীয় আলোচনা ও বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে বাৎসরিক ওরস এর আয়োজন শেষ হয়।
খানকায়ে চিশতিয়া দরবার শরীফের খলিফা খাজা শাহ সূফী মো. আব্দুস সামাদ চিশ্তী আল-নিজামী রাতে ভক্তবৃন্দদের উদ্দেশ্যে বিশেষ নসিহত প্রদান করেন। পরে মোনাজাত পরিচালনা করেন তুলাগ্রাম কোরবানীয়া দরবার শরীফের খলিফা খাজা শাহসূফী মো. কোরবান আলী চিশ্তী আল নিজামী। এ ছাড়া দরবার শরীফে সকাল ৮ টা থেকে দিন ব্যাপী পবিত্র কোরআন তেলওয়াত, বাদ মাগরিব ওয়াজ নসিহত ও দোয়া ও তবারক বিতরন করা হয়।#
ফরিদপুর শহরের ভাটিলক্ষীপুর খানকায়ে চিশতিয়া দরবার শরীফের বাৎসরিক ওরশ মোবারক সম্পন্ন হয়েছে।
বুধবার রাতে ওয়াজ, মিলাদ মাহফিল, জিকির আসকার, ধর্মীয় আলোচনা ও বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে বাৎসরিক ওরস এর আয়োজন শেষ হয়।
খানকায়ে চিশতিয়া দরবার শরীফের খলিফা খাজা শাহ সূফী মো. আব্দুস সামাদ চিশ্তী আল-নিজামী রাতে ভক্তবৃন্দদের উদ্দেশ্যে বিশেষ নসিহত প্রদান করেন। পরে মোনাজাত পরিচালনা করেন তুলাগ্রাম কোরবানীয়া দরবার শরীফের খলিফা খাজা শাহসূফী মো. কোরবান আলী চিশ্তী আল নিজামী। এ ছাড়া দরবার শরীফে সকাল ৮ টা থেকে দিন ব্যাপী পবিত্র কোরআন তেলওয়াত, বাদ মাগরিব ওয়াজ নসিহত ও দোয়া ও তবারক বিতরন করা হয়।#
No comments:
Post a Comment