ভাটিলক্ষীপুর খানকায়ে চিশতিয়া দরবারের বার্ষিক ওরশ সম্পন্ন - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, February 8, 2018

ভাটিলক্ষীপুর খানকায়ে চিশতিয়া দরবারের বার্ষিক ওরশ সম্পন্ন

নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুর শহরের ভাটিলক্ষীপুর খানকায়ে চিশতিয়া দরবার শরীফের বাৎসরিক ওরশ মোবারক সম্পন্ন হয়েছে।

বুধবার রাতে ওয়াজ, মিলাদ মাহফিল, জিকির আসকার, ধর্মীয় আলোচনা ও বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে বাৎসরিক ওরস এর আয়োজন শেষ হয়।

খানকায়ে চিশতিয়া দরবার শরীফের খলিফা খাজা শাহ সূফী মো. আব্দুস সামাদ চিশ্তী আল-নিজামী রাতে ভক্তবৃন্দদের উদ্দেশ্যে বিশেষ নসিহত প্রদান করেন। পরে মোনাজাত পরিচালনা করেন তুলাগ্রাম কোরবানীয়া দরবার শরীফের খলিফা খাজা শাহসূফী মো. কোরবান আলী চিশ্তী আল নিজামী। এ ছাড়া দরবার শরীফে সকাল ৮ টা থেকে দিন ব্যাপী পবিত্র কোরআন তেলওয়াত, বাদ মাগরিব ওয়াজ নসিহত ও  দোয়া ও তবারক বিতরন করা হয়।#


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages