সাব্বির হাসান, সদরপুর
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের জাফর ফকির(৩২) নামের এক ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল হাত বোমা সাদৃশ্য বস্তু রেখে মোবাইল ফোনে চাঁদা দাবী করা হয়েছে।
সূত্র জানিয়েছে, জাফর ফকিরের নিকট গত এক মাস যাবত মোবাইলে অজ্ঞাতরা চাঁদা দাবী করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় বৃহস্পতিবার ভোরে জাফরকে ফোন করে তার পিক্যাপ ভ্যান ও গোডাউনে গিয়ে বোমা দেখতে বলে ওই অজ্ঞতরা। জাফর তাৎক্ষনিক গিয়ে গাড়িতে দুটি ও তার গোডাইনে একটি পেট্রোল বোমা দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। পরে গাড়ির ড্রাইফার মোঃ রনি(২৫) বোমাগুলো অন্যত্র নিয়ে আসে।
বিষয়টি নিয়ে এলাকায় হৈ চৈ পরে গেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা মাঈন উদ্দিন আহম্মদ ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেয়। থানার উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে বোমা সাদৃশ্য বস্তুগুলো থানায় নিয়ে আসে। এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পেট্রোল বোমার সাদৃশ্য ধারন করে বানানো হয়েছে এটি, শুধু মাত্র ভয় দেখিয়ে টাকা নেয়ার জন্য। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।
চেয়ারম্যান মাঈন উদ্দিন আহম্মেদ মোল্যা বলেন চাঁদা আদায়ের একটি কৌশল অবলম্বন করেছে সন্ত্রাসী চক্রটি।
জাফর ফকির আমিরাবাদ গ্রামের ছৈয়জদ্দিন ফকিরের ছেলে। জাফর জানিয়েছে, সে প্রায় ৫ বছর যাবত আকিজ ফুড এন্ড বেভারেজ এর ডিলার হিসেবে ব্যবসা করে আসছে। গত এক মাস যাবত মোবাইলে ২০/৩০/২০হাজার সর্বশেষ ১লক্ষ টাকা চাঁদা দাবি করে অজ্ঞাত ওই চক্রটি। জাফর ফকির আরও জানান এই ঘটনার পরে তার ও তার পরিবারের মধ্যে আতঙ্ক কাজ করছে। #
ফরিদপুর, ১৯ মার্চ, ২০১৫।
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের জাফর ফকির(৩২) নামের এক ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল হাত বোমা সাদৃশ্য বস্তু রেখে মোবাইল ফোনে চাঁদা দাবী করা হয়েছে।
সূত্র জানিয়েছে, জাফর ফকিরের নিকট গত এক মাস যাবত মোবাইলে অজ্ঞাতরা চাঁদা দাবী করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় বৃহস্পতিবার ভোরে জাফরকে ফোন করে তার পিক্যাপ ভ্যান ও গোডাউনে গিয়ে বোমা দেখতে বলে ওই অজ্ঞতরা। জাফর তাৎক্ষনিক গিয়ে গাড়িতে দুটি ও তার গোডাইনে একটি পেট্রোল বোমা দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। পরে গাড়ির ড্রাইফার মোঃ রনি(২৫) বোমাগুলো অন্যত্র নিয়ে আসে।
বিষয়টি নিয়ে এলাকায় হৈ চৈ পরে গেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা মাঈন উদ্দিন আহম্মদ ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেয়। থানার উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে বোমা সাদৃশ্য বস্তুগুলো থানায় নিয়ে আসে। এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পেট্রোল বোমার সাদৃশ্য ধারন করে বানানো হয়েছে এটি, শুধু মাত্র ভয় দেখিয়ে টাকা নেয়ার জন্য। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।
চেয়ারম্যান মাঈন উদ্দিন আহম্মেদ মোল্যা বলেন চাঁদা আদায়ের একটি কৌশল অবলম্বন করেছে সন্ত্রাসী চক্রটি।
জাফর ফকির আমিরাবাদ গ্রামের ছৈয়জদ্দিন ফকিরের ছেলে। জাফর জানিয়েছে, সে প্রায় ৫ বছর যাবত আকিজ ফুড এন্ড বেভারেজ এর ডিলার হিসেবে ব্যবসা করে আসছে। গত এক মাস যাবত মোবাইলে ২০/৩০/২০হাজার সর্বশেষ ১লক্ষ টাকা চাঁদা দাবি করে অজ্ঞাত ওই চক্রটি। জাফর ফকির আরও জানান এই ঘটনার পরে তার ও তার পরিবারের মধ্যে আতঙ্ক কাজ করছে। #
ফরিদপুর, ১৯ মার্চ, ২০১৫।
No comments:
Post a Comment