ফরিদপুরে ৮ম শ্রেনীর ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, April 16, 2015

ফরিদপুরে ৮ম শ্রেনীর ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

নিউজ টুডে ফরিদপুর, ১৬ এপ্রিল
ফরিদপুর সদর উপজেলার গেড়দা ইউনিয়নের পশড়া এমএন আজিজ হাই স্কুলের পাশের একটি পুকুর থেকে ওই স্কুলেরই ৮ম শ্রেনীর ছাত্র আজম শেখের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করা হয়।  সে ওই গ্রামের ফরিদ শেখের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে, ১লা বৈশাখের সন্ধ্যায় স্কুলটির মাঠে অনুষ্ঠিত বৈশাখী মেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল আজম। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বস্তাবন্দি লাশ পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইন চার্জ সৈয়দ মোহসিনুল হক জানান, খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
#
ফরিদপুর, ১৬ এপ্রিল, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages