সালথায় বিএনপি নেতা গ্রেফতার - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, April 10, 2015

সালথায় বিএনপি নেতা গ্রেফতার

সালথা প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলায় মহসিন মোল্যা (৪৫) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মহসিন উপজেলার যদুনন্দী ইউনিয়ন বিএনপির সহ-সাধারন সম্পাদক। সালথা থানার এস আই সিরাজুল ইসলাম জানান, মহসিনকে একটি হামলার মামলায় গ্রেফতার করা হয়েছে। শুক্রবারই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।
উল্যেখ, গত ১৬ মার্চ  বিকালে উপজেলার যদুনন্দী গ্রামের বাবুল মোল্যার (৩৫) উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে মহসিন মোল্যা ও তার লোকজন। এ ঘটনায় বাবুলের স্ত্রী সাবিহা আক্তার লুনা বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করে। অন্যদিকে মহসিনের বিরুদ্ধে সরকারী গাছ কাটা, নারী নির্যাতন ও অবৈধ বিদ্যুত লাইন নেওয়ার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। #
ফরিদপুর, ১০ এপ্রিল, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages