সদরপুরে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, April 21, 2015

সদরপুরে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

সদরপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের উদ্যোগে আগামী ২৫ এপ্রিল জাতীয় ভিটামিন “এ”প্ল¬াস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের সভাকক্ষে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা  ডাঃ আবুল খায়ের মোঃ রফিকুল হায়দারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদ হাসান খান, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা অফিসার মো. আরিফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম.এ. গাফফার মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম হাওলাদার, সাংবাদিক মোঃ সাঈদুর রহমান লাবলু, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উপজেলা ম্যানেজার মো.  আমজাদ হোসেন, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোঃ আমির হোসেন প্রমুখ। সভায় সদরপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ, মিডিয়া প্রতিনিধিসহ অর্ধশত জন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবছর ২৫ এপ্রিল জাতীয় ভিটামিন এ প¬াস ক্যাম্পেইন উদযাপন সদরপুর  উপজেলায় ২১৬ টি স্থায়ী কেন্দ্র ও  ১২টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী  ৩হাজার ১শত জন শিশুকে  নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৪ হাজার ৩শত ৪০ জন শিশুকে লাল রঙের  ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
ফরিদপুর, ২১ এপ্রিল, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages