আবদুস সবুর মোল্যা, চরভদ্রাসন প্রতিনিধি:
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার হরিরামপুর ইউনিয়নের চর শালেপুরে গত সোমবার জাল টাকা সহ জনতার হাতে ধরাপরে রাশেদুল ইসলাম নামে এক ব্যাক্তি। রাশেদুল বরিশালের গলাচিপা থানার আফসার মোল্যার ছেলে। রাশেদ চর শালেপুরে বিয়ে করে শশুড় বাড়িতেই থাকতো।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাশেদ স্থানীয় একটি দোকানে পণ্য কিনে এক হাজার টাকার একটি নোট দেয়। টাকা দেখে বিক্রেতা’র সন্দেহ হলে টাকাসহ তাকে আটকে রেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে চরভদ্রাসন থানার এস, আই আলীমুজ্জান এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনা স্থলে পৌছে রাশেদুলকে আটক করে নিয়ে আসে। এসময় তার কাছ থেকে আরো ৫টি এক হাজার টাকার জাল নোট জব্দ করে পুলিশ।
আটক রাশেদুল জানিয়েছে, বরজের পান বিক্রি’র পরে মহাজন তাকে এই টাকা দিয়েছে। টাকা জাল সেটা তিনি জানতেন না।
রাশেদুলকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।#
ফরিদপুর, ২১ এপ্রিল, ২০১৫।
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার হরিরামপুর ইউনিয়নের চর শালেপুরে গত সোমবার জাল টাকা সহ জনতার হাতে ধরাপরে রাশেদুল ইসলাম নামে এক ব্যাক্তি। রাশেদুল বরিশালের গলাচিপা থানার আফসার মোল্যার ছেলে। রাশেদ চর শালেপুরে বিয়ে করে শশুড় বাড়িতেই থাকতো।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাশেদ স্থানীয় একটি দোকানে পণ্য কিনে এক হাজার টাকার একটি নোট দেয়। টাকা দেখে বিক্রেতা’র সন্দেহ হলে টাকাসহ তাকে আটকে রেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে চরভদ্রাসন থানার এস, আই আলীমুজ্জান এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনা স্থলে পৌছে রাশেদুলকে আটক করে নিয়ে আসে। এসময় তার কাছ থেকে আরো ৫টি এক হাজার টাকার জাল নোট জব্দ করে পুলিশ।
আটক রাশেদুল জানিয়েছে, বরজের পান বিক্রি’র পরে মহাজন তাকে এই টাকা দিয়েছে। টাকা জাল সেটা তিনি জানতেন না।
রাশেদুলকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।#
ফরিদপুর, ২১ এপ্রিল, ২০১৫।
No comments:
Post a Comment