ফরিদপুরে পুলিশের স্বতন্ত্র ইউনিট পিবিআই’র যাত্রা শুরু - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, June 24, 2015

ফরিদপুরে পুলিশের স্বতন্ত্র ইউনিট পিবিআই’র যাত্রা শুরু

নিউজ টুডে ফরিদপুর, ২৪ জুনঃ
পুলিশের স্বতন্ত্র ইউনিট “পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)” ফরিদপুরে যাত্রা শুরু করেছে। বুধবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়।
এসময় পিবিআই ফরিদপুরের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, নতুন এই তদন্ত ইউনিট খুন, ডাকাতি, ধর্ষন, অস্ত্র, বিষ্ফোরক দ্রব্য, সাইবার ক্রাইম, মানব পাচার, চোরাচালান ও কালোবাজারি সংক্রান্ত নির্ধারিত ১০টি ঘটনাসংক্রান্ত মামলার তদন্ত করবে। তিনি জানান, এধরনের মামলার পাশাপাশি একই জাতীয় অপরাধ কোথাও সংগঠিত হলে তাৎক্ষনিক সেটিও তদন্ত করবে এ তদন্ত সংস্থাটি। এছাড়াও আদালতের নির্দেশ ও বিচারপ্রার্থীর দাবীর প্রেক্ষিতে তদন্ত কাজ করবে পিবিআই।
সাংবাদিক সম্মেলনে পিবিআই পরিদর্শক সৈয়দ আশিকুর রহমান, ইনতাজ আলী ও মুজিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ টুডে ফরিদপুর, ২৪ জুন, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages