চরভদ্রাসনে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, August 8, 2015

চরভদ্রাসনে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

এ.এস.কাজল, চরভদ্রাসন প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসনে শনিবার পরীক্ষামূলক কার্যক্রমের আওতায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি উপজেলায় একটি মাধ্যমিক স্কুল ও একটি মাদ্রাসায় ৭ সদস্য বিশিষ্ট  কেবিনেট গঠনের সরকারী নির্দশনা পেয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চরভদ্রাসনে বাহারুলউলুম দাখিল মাদ্রাসা ও চরভদ্রাসন পাইলট হাইস্কুল কে নির্বাচনের জন্য নির্ধারন করা হয়। শিশু অবস্থা থেকে গনতন্ত্র চর্চা ও গনতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের মতামতের শ্রদ্ধা প্রদর্শন, শিক্ষা প্রতিষ্ঠানে ১০০% ভর্তি ও ঝরেপরা রোধ করা এ জাতীয় বিভিন্ন গঠন মূলক উদ্দেশ্যকে বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ সরকার এ পদক্ষেপ গ্রহন করেছেন।
সরজমিনে দুটি স্কুল পরিদর্শন করে ছাত্র ছাত্রীদের মধ্যে ভোটাধিকার প্রয়োগে উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। ব্যপক উৎসাহ নিয়ে লাইনে দাড়িয়ে ভোট প্রদানের জন্য অপেক্ষায় থাকে ছাত্র ছাত্রীরা  ।
এ ব্যপারে প্রধান নিবার্চন কমিশনার হিসেবে দাযিত্ব প্রাপ্ত দশম শ্রেনীর ছাত্র এস এ তানভীরের প্রতিক্রিয়ায় জানায় গনতন্ত্র কি তা বইতে পড়েছি আজ আমরা হাতে কলমে শিখলাম।
চরভদ্রাসন পাইলট হাইস্কুলের সভাপতি আনোয়ার মোল্যা জানান মাননীয় প্রধানমন্ত্রী শেকড় থেকে গনতন্ত্র চর্চা শিখনের যে উদ্যোগ গ্রহন করেছেন তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে মাইল ফলক হিসেবে দৃষ্টান্ত হয়ে থাকবে।
কেবিনেট নির্বাচন সর্ম্পকে বাহারুল উলুম দাখিল মাদ্রসার ষষ্ঠ শ্রেনীর ছাত্র মো. আরিফের অনুভুতি জানতে চাইলে সে জানায় নেতা নির্বাচিত করে আমরা স্কুলের উন্নয়ন করব। দুটি প্রতিষ্ঠানে মোট ভোটার ৫৬৬ জন এবং প্রার্থী ২৬ জন। #
নিউজ টুডে ফরিদপুর, ৮ অগাষ্ট।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages