সালথায় আওয়ামীলীগে’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫, কারাদন্ড ৪ জনের। - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, September 10, 2015

সালথায় আওয়ামীলীগে’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫, কারাদন্ড ৪ জনের।

সালথা প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের রামকান্তুপুর গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় ৪ জনকে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহানুর বিশ্বাসের সাথে কামাল হেসেন বিশ্বাসের  বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে বুধবার সকালে রামকান্তুপুর বাজারে কামাল গ্রুপের রায়হান মোল্যার সাথে শাহানুর গ্রুপের ইদ্রিছের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে সারাদিন গ্রামে উত্তেজনা বিরাজ করে। একপর্যায় সন্ধ্যার দিকে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত দফায় দফায় চলা এ সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে কয়েক জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে পুরো গ্রামে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকার পরিবেশ শান্ত করে। এঘটনায় ৪ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিশ্বাস রাসেল হোসেন দাঙ্গা সৃষ্টির দায়ে আটককৃত আকরাম ঠাকুর (৪৫), মুন্নু মোল্যা (৩০), মাসুদ বিশ্বাস (৩৪) নামে তিন জনকে এক মাস করে ও আব্দুল হক (৩৫) নামে এক জনকে সাত দিনের বিনাশ্রম কারাদ- দিয়ে জেলহাজতে প্রেরন করেন। #
নিউজ টুডে ফরিদপুর।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages