ফরিদপুর আওয়ামীলীগের সম্মেলনে এলজিআরডি মন্ত্রী- ‘বিভাগ বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার মাত্র’ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, October 15, 2015

ফরিদপুর আওয়ামীলীগের সম্মেলনে এলজিআরডি মন্ত্রী- ‘বিভাগ বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার মাত্র’

নিউজ টুডে ফরিদপুর, ১৫ অক্টোবরঃ
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ফরিদপুর বিভাগ বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার মাত্র। বিভাগ গঠনের সব প্রক্রিয়া শেষের পথে। ফরিদপুর বিভাগ ঘোষণার সাথে সাথে ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে।
বৃহস্পতিবার বিকেলে শহরের অম্বিকা ময়দানে ফরিদপুর কোতয়ালী থানা ও পৌর আওয়ামীলীগের  ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এর আগে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন সম্মেলনের উদ্বোধন করেন।
কোতয়ালী থানা আওয়ামীলীগের সম্মেলন প্র¯ত্ততি কমিটির আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মীর্জা আজম, এনামুল হক শামীম প্রমুখ। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages