চরভদ্রাসনে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, October 13, 2015

চরভদ্রাসনে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

চরভদ্রাসন প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৫ উদ্যাপন উপলক্ষে ১৩ অক্টবর মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের করে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদের আয়োজনে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা একেকে ও মাতৃভূমি উন্নয়ন সংস্থার সহোযোগিতায় “জ্ঞানই জীবন ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়। স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহনে র‌্যালিটি সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করে। উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার পারভেজ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান তানজিলা আক্তার,প্রকল্প কর্মকর্তা মানোষ বোস, কৃষি কর্মকর্তা এ.কে.এম মহীউদ্দিন,সমাজসেবা অফিসার সাইদুর রহমান ও শিক্ষক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।বক্তারা দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগ পূর্ব ও পরবর্তী করনীয় বিষয়ের উপর বিসদ আলোচনা করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages