নগরকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত-৩ আহত-২৫ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, October 3, 2015

নগরকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত-৩ আহত-২৫

বোরহানুজ্জামান, নগরকান্দা থেকেঃ
ফরিদপুরের নগরকান্দায় পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে।
হাইওয়ে পুলিশ সূত্র জানিয়েছে, আজ শনিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার গজারিয়া নামক স্থানে ঢাকাগামী সেবা গ্রীন লাইন পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো ব- ১৪-৮৮৮৫) সাথে বিপরীত দিক থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট-১৪-২৩১৩) এর মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ২২জন আহত হয়েছে। ঘটনাস্থলে অজ্ঞাত (২৪) নামে এক যুবক ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার তিলছেড়া গ্রামের এস এম ইছা (২৫) মারা গেছে। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে শুক্রবার সন্ধ্যায় একই সড়কের নগরকান্দার জয়বাংলা নামক স্থানে ভাংগা মুখী নসিমনের সাথে মুকসুদপুর মুখী স্বাধীন লিংকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে নসিমনের যাত্রী উপজেলার আলগাদিয়া গ্রামের ইউসুফ মুন্সীর শিশু পুত্র বাদশা (৩) নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা রূপালি বেগম (৪২), দশখারদিয়া গ্রামের রাজ্জাক মিয়ার স্ত্রী ডালিম বেগম (৬০) এবং ভাংগার আলগী গ্রামের লাল মিয়ার পুত্র সেকেন মিয়া (৪৪) আহত হন। তাদেরকেও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages