এবার ভাঙ্গায় প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় কলেজ ছাত্রীকে চুরিকাঘাতের চেষ্টা, দুই জনের কারাদন্ড - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, October 6, 2016

এবার ভাঙ্গায় প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় কলেজ ছাত্রীকে চুরিকাঘাতের চেষ্টা, দুই জনের কারাদন্ড

স্টাফ রিপোর্টারঃ
ফরিদপুরের ভাঙ্গায় বৃহস্পতিবার সকালে সরকারি কেএম কলেজে প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে মানবিক বিভাগের এক ছাত্রীকে চুরিকাঘাতের চেষ্টা করে ওই কলেজেরই দুই ছাত্র। শিক্ষক ও অন্য শিক্ষার্থীরা বিষয়টি জানতে পেরে
ওই দুই বখাটে ছাত্রকে আটক করে অধ্যক্ষ্যের কক্ষে আটকে রাখে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে ছাত্র ২টির কাছে থেকে একটি অত্যাধুনিক ছুরি ও মোবাইল ফোন জব্দ করে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভুমি) পুরবী গোলদার উপস্থিত হয়ে ২ জনকেই ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরন করে। অপর দিকে কলেজ কর্তৃপক্ষ ওই ছাত্রকে সাময়িক বরখাস্ত করেছে।

কলেজের অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালি জানায়, বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসের ভেতরে মানবিক বিভাগের ছাত্রী তুলি আক্তারকে ১বর্ষের ছাত্র সবুজ মাতুব্বর প্রেমের প্রস্তাব দেয়। ছাত্রীটি প্রস্তাব প্রত্যাখান করলে সবুজ তার বন্ধু ২য় বর্ষের ছাত্র সুজন মোল্লাকে নিয়ে মেয়েটির উপর হামলা
চালায়। বিষয়টি টের পেয়ে কলেজের অন্য ছাত্র-ছাত্রীরা এবং অধ্যাপকগন এগিয়ে যেয়ে ছাত্র দুটিকে আটক করে মেয়েটিকে উদ্ধার করে।
কলেজ কর্তৃপক্ষ মেয়েটিকে নিরাপত্তা দিয়ে বাড়ি পৌছানোর ব্যবস্থা করেছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশ মোতাবেক সাজাপ্রাপ্ত ওই ছাত্রকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।  #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages