নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী
লীগের দু’গ্রুপের দফায়
দফায় সংঘর্ষে
উভয় গ্রুপের
মহিলাসহ কমপক্ষে
৩০ জন
আহত হয়েছে।
আহতদের নগরকান্দা
উপজেলা স্বাস্থ্যকেন্দ্র,
ফরিদপুর মেডিকেল
কলেজ হাসপাতালসহ
বিভিন্ন হাসপাতালে
ভর্তি করা
হয়েছে। খবর
পেয়ে নগরকান্দা
থানা পুলিশ
উপস্থিত হয়ে
২৬ রাউন্ড
রাবার বুলেট
ও ১০
রাউন্ড টিয়ার
শেল নিক্ষেপ
করে পরিস্থিতি
নিয়ন্ত্রনে আনেন। এসময় পুলিশ ৮
জনকে আটক
করেছে।
স্থানীয়রা জানিয়েছে, উপজেলার
পুরাপাড়া ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান
ও উপজেলা
আওয়ামী লীগের
সহ সভাপতি
আব্দুস সোবহান
মিয়ার সাথে
আওয়ামী লীগ
নেতা ও
গত ইউপি
নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে
অংশগ্রহনকারী আ. মান্নান ফকিরের মধ্যে
দীর্ঘদিন যাবৎ
বিরোধ চলে
আসছে। এ
বিরোধের যের
ধরে এলাকায়
আধিপত্য নিয়ে
উভয় গ্রুপের
সমর্থকদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা
ঘটে।
এর জের ধরে
বৃহস্পতিবার সকালে পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া
গ্রামে উভয়
গ্রুপের সমর্থকেরা
দেশীয় অস্ত্র
নিয়ে সংঘর্ষে
জড়িয়ে পড়ে।
মুহুর্তের মধ্যে সংঘর্ষটি এলাকার পুরাপাড়া,
দফা, বাগাট,
ঘোনাপাড়া, ব্রাহ্মনডাঙ্গা, দুলালীসহ
কয়েকটি গ্রামে
ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নগরকান্দা
থানা পুলিশ
উপস্থিত হয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ধাওয়া পাল্টা
ধাওয়া ও
দফায় দফায়
সংঘর্ষে উভয়
গ্রুপের মহিলাসহ
প্রায় ৩০
ব্যক্তি আহত
হয়েছেন।
আহতদের নগরকান্দা উপজেলা
হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ
বিভিন্ন হাসপাতালে
ভর্তি করা
হয়েছে। এ
ঘটনায় ৮
জনকে আটক
করেছে পুলিশ।
অটককৃতরা হলেন
শহিদুল তালুকদার,
মজিবুর রহমান,
রাসেল শেখ,
জহিরুল তালুকদার,
নিহার বিশ্বাস,
আনোয়ার হোসেন,
আমিনুল শেখ,
রাজিবুল হাসান।
মান্নান ফকির অভিযোগ
করে বলেন,
সোবহান চেয়ারম্যানের
ছত্রছায়ায় তার লোকজন এলাকায় জুয়ার
আসর বসিয়ে
যুব সমাজকে
বিপথগামী করছে।
আমার সমর্থকরা
জুয়াড়ীদের নাম পুলিশকে বলে
দিলে পুলিশ
জুয়াড়ীদের গ্রেফতার করে। এতে ক্ষিপ্ত
হয়ে সোবহান
মিয়ার নেতৃত্বে
তার সমর্থকেরা
দেশীয় অস্ত্র
নিয়ে আমার
সমর্থকদের উপর হামলা চালায়।
অপরদিকে সোবহান মিয়া
বলেন, ঘোনাপাড়া
গ্রামের মাঝি
পাড়ায় আমার
লোকজন টাস
খেলতেছিল। ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগে
তাদের ধরিয়ে
দেওয়ায় উভয়ের
মধ্যে সংঘর্ষ
বাধে।
নগরকান্দা থানার অফিসার
ইন চার্জ
এএফএম নাসিম
বলেন, পরিস্থিতি
নিয়ন্ত্রনে আনতে ২৬ রাউন্ড রাবার
বুলেট ও
১০ রাউন্ড
টিয়ার সেল
নিক্ষেপ করা
হয়। এ
সময় ৮
সংঘর্ষকারীকে আটক করা হয়েছে। #
No comments:
Post a Comment