নিউজটুডেফরিদপুরঃ
ডাক নাম নেহা। পুরো নাম নীহারিকা হায়দার নেহা। সম্প্রতী চ্যানেল আই’তে প্রচারিত টেলিফিল্ম ‘ছবির প্রতিচ্ছবি’ তে তৃনা নামে যেই মেয়েটি অভিনয় করেছে সেই নেহা’র কথা বলছি।
টেলিফিল্মটি প্রচারের পরে ব্যাপক সাড়া পেয়েছেন, দর্শকরাও অনেক পছন্দ করেছে তার কাজ, বলছিলেন নেহা। তার নিজেরও পছন্দ ছিল গল্পটি।
এই প্রতিবেদকের সঙ্গে কথা হলে নেহা জানান,অভিনয়টাই তার জীবনের প্রেম, স্বপ্ন, ভালবাসা। অভিনয় দিয়েই যেতে চান অনেক দূর।
নেহা জানালেন, অভিনয় শুরু সেই ছোট বেলা থেকেই। নতুন কুড়ি’র শিশু শিল্পী হিসেবে নাচ করতেন। পেয়েছিলেন পুরস্কারও। ক্যামেরার সামনে কাজ শুরু বলতে গেছে ২০১৪ সালে। ফয়েজ আহমেদ রেজা’র ‘আগস্থত ভবান’ টেলিফিল্মের মাধ্যমে। এটি প্রচারিত হয়েছিল মাই টিভিতে। এরপর শারিরিক ও পারিবারিক কারনে দুই বছর ছিলেন মিডিয়ার বাইরে। গত বছর থেকে আবার নিয়মিত অভিনয় করছেন। কাজ করেছে দুইটি ধারাবাহিক নাটকে। জাবির রাসেল এর বিরম্বনা, শাহজাদা মামুন এর শুকনো পাতার নুপূর, এছাড়াও ৫ টি খন্ড নাটকে অভিনয় করেছেন।
অভিনয় করেছেন ভ্যালেন্টাইন ডে’র বিশেষ শর্টফ্লিম ‘খুজি তোমায়’। এটি পরিচালনা করেছেন দীন ইসলাম স¤্রাট।
নেহা জানান, তার স্বপ্ন একটাই, একজন ভালো অভিনেত্রী হওয়া, যেন মানুষ তার অভিনয়কে মনে রাখে। অভিনয়টাই তার একমাত্র ভালবাসা জানিয়ে বলেন নেহা ভবিষ্যতে আরোও ভালো ভালো কাজ করতে চান।
পড়াশুনার কথা জানতে চাইলে নেহা বলেন, বরিশাল সরকারী মহিলা কলেজের ইংরেজী নিয়ে ¯œাতক করছেন। বাবা আলী হায়দার বাবুল সুপ্রিম কোর্টের আইনজীবি, মা ডালিয়া হায়দার গৃহিনী। তিন বোন এক ভাইর মধ্যে নেহা সবার বড়।
অভিনয়ের স্বপ্ন পূরনে নেহা সবার কাছে দোয়া চেয়েছেন। #
ডাক নাম নেহা। পুরো নাম নীহারিকা হায়দার নেহা। সম্প্রতী চ্যানেল আই’তে প্রচারিত টেলিফিল্ম ‘ছবির প্রতিচ্ছবি’ তে তৃনা নামে যেই মেয়েটি অভিনয় করেছে সেই নেহা’র কথা বলছি।
টেলিফিল্মটি প্রচারের পরে ব্যাপক সাড়া পেয়েছেন, দর্শকরাও অনেক পছন্দ করেছে তার কাজ, বলছিলেন নেহা। তার নিজেরও পছন্দ ছিল গল্পটি।
এই প্রতিবেদকের সঙ্গে কথা হলে নেহা জানান,অভিনয়টাই তার জীবনের প্রেম, স্বপ্ন, ভালবাসা। অভিনয় দিয়েই যেতে চান অনেক দূর।
নেহা জানালেন, অভিনয় শুরু সেই ছোট বেলা থেকেই। নতুন কুড়ি’র শিশু শিল্পী হিসেবে নাচ করতেন। পেয়েছিলেন পুরস্কারও। ক্যামেরার সামনে কাজ শুরু বলতে গেছে ২০১৪ সালে। ফয়েজ আহমেদ রেজা’র ‘আগস্থত ভবান’ টেলিফিল্মের মাধ্যমে। এটি প্রচারিত হয়েছিল মাই টিভিতে। এরপর শারিরিক ও পারিবারিক কারনে দুই বছর ছিলেন মিডিয়ার বাইরে। গত বছর থেকে আবার নিয়মিত অভিনয় করছেন। কাজ করেছে দুইটি ধারাবাহিক নাটকে। জাবির রাসেল এর বিরম্বনা, শাহজাদা মামুন এর শুকনো পাতার নুপূর, এছাড়াও ৫ টি খন্ড নাটকে অভিনয় করেছেন।
অভিনয় করেছেন ভ্যালেন্টাইন ডে’র বিশেষ শর্টফ্লিম ‘খুজি তোমায়’। এটি পরিচালনা করেছেন দীন ইসলাম স¤্রাট।
নেহা জানান, তার স্বপ্ন একটাই, একজন ভালো অভিনেত্রী হওয়া, যেন মানুষ তার অভিনয়কে মনে রাখে। অভিনয়টাই তার একমাত্র ভালবাসা জানিয়ে বলেন নেহা ভবিষ্যতে আরোও ভালো ভালো কাজ করতে চান।
পড়াশুনার কথা জানতে চাইলে নেহা বলেন, বরিশাল সরকারী মহিলা কলেজের ইংরেজী নিয়ে ¯œাতক করছেন। বাবা আলী হায়দার বাবুল সুপ্রিম কোর্টের আইনজীবি, মা ডালিয়া হায়দার গৃহিনী। তিন বোন এক ভাইর মধ্যে নেহা সবার বড়।
অভিনয়ের স্বপ্ন পূরনে নেহা সবার কাছে দোয়া চেয়েছেন। #
No comments:
Post a Comment