ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে দেশের মানুষ অধিকার আদায় শিখেছে-সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, February 22, 2018

ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে দেশের মানুষ অধিকার আদায় শিখেছে-সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী

নিউজটুডেফরিদপুরঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বলেছেন, ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে দেশের মানুষ অধিকার আদায় শিখেছে। বুকের তাজা রক্ত দিয়ে যারা আমাদের এই মাতৃ ভাষা এনে দিয়েছেন তাদেরকে স্মরণ করতে হবে। মাতৃভাষাকে হৃদয়ে লালন করতে হবে। তিনি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার  দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বৃহস্পতিবার সকালে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে শিক্ষার ব্যাপক উন্নয়ন করেছে। জেলা উপজেলার বিভিন্ন স্কুল কলেজ জাতীয়করণ করেছে। শিক্ষার্থীদের শিক্ষা সহয়তা হিসেবে উপবৃত্তি দেয়া হচ্ছে। নারী শিক্ষার উন্নয়নে ব্যপক কাজ করছে।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপনেতার ছেলে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী বাবলু, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোবাশে^র হাসান, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) এফএম মহিউদ্দিন, সালথা থানার ওসি দেলোয়ার হোসেন খান, সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান চয়ন, ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার রাম শংকর রায়, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা যুবলীগের সহ সভাপতি ওয়াসিম জাফর, সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন প্রমুখ।

পরে উপনেতা আটঘর গ্রামের ৩ শত ৫০ টি পরিবারের বাড়ীতে বিদ্যুত সংযোগের শুভ উদ্বোধন করেন। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages