ভাঙ্গায় বঙ্গবন্ধুর ছবি অবমাননাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, February 20, 2018

ভাঙ্গায় বঙ্গবন্ধুর ছবি অবমাননাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

নিউজটুডেফরিদপুরঃ
যুক্তরাজ্যে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা কারীদের বিচারের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে আয়োজিত মিছিলে উপজেলার মুক্তিযোদ্ধাগন অংশ নেয়। বঙ্গবন্ধুর ছবি অবমাননাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক বিচারের দাবি করে শ্লোগান দিতে থাকেন মুক্তিযোদ্ধাগন।

এরপর ভাঙ্গা বিশ্বরোড মোড় চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। এসময় স্থানীয় বাসিন্দা ও আওয়ামীলীগ নেতাকর্মীরাও তাদের সাথে অংশ নেন।

মানববন্ধন চলাকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাকির হোসেন খসরু, উপজেলা সহকারি ইউনিট কমান্ডার সেক গোলাম মোস্তফা, সাবেক ডেপুটি কমান্ডার মাহাবুর রহামান মোতালেপ, সহকারি মুক্তিযোদ্ধা কমান্ডার (দপ্তর) লক্ষী কান্ত দাস প্রমুখ বক্তব্য রাখেন। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages