র‌্যাবের অভিযানে ইউপি মেম্বরসহ আটক ২ - NEWS TODAY FARIDPUR

Home Top Ad

Post Top Ad

Saturday, February 3, 2018

demo-image

র‌্যাবের অভিযানে ইউপি মেম্বরসহ আটক ২

DM+WAHED+KHAN+%2526+MD+TUTUL++MOLLA-YABA-03-02-18
নিউজটুডেফরিদপুরঃ
র‌্যাব ৮ ফরিদপুর কোম্পানী’র সদস্যদের অভিযানে এক ইউনিয়ন পরিষদ মেম্বারসহ দুই জন আটক হয়েছে। এদের কাছ থেকে ২’শ পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। আটক দুই জন হলেন রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত মোকছেদ খানের ছেলে ও বসন্তপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওয়াহিদ খান(৫৫) এবং ধর্মশী গ্রামের মৃতু মানিক মোল্যার ছেলে মো. টুটুল মোল্যা(৩৮)। শনিবার বেলা ৩ টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব।

র‌্যাব ৮ ফরিদপুর কোম্পানী অধিনায়ক মো. রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে অভিযান চালায় র‌্যাব। এই সময় ওয়াহেদ ও টুটুলকে ২’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে র‌্যাব সদস্যরা।

উদ্ধার ই্য়াবাসহ আটক দুই জনকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে রাজবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে বলেও জানান এই কর্মকর্তা। #



No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages

Contact Form

Name

Email *

Message *