নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরের মেয়ে সেঁজুতী কর্মকার ঢাকা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত নৃত্য প্রতিযোগিতায় শিশু বিভাগে প্রথম হয়েছে। গত ২৭ জানুয়ারী ঢাকার শিল্পকলা একাডেমি’র অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেজুতি এবছর জেলা পর্যায়ে নৃত্য প্রতিযোগীতাতেও প্রথম স্থান অধিকার করেছিল।
ফরিদপুরের ক্ষুদে এই নৃত্য শিল্পী গৌরাঙ্গ কর্মকার ও সোমা কর্মকারের মেয়ে। সেজুতী ফরিদপুরের রেইনবো কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেনীর ছাত্রী।
সেজুতী’র নাচের শিক্ষক পিকুল সরকার জানান, অত্যান্ত মেধাবী সেজুতি। সে অনেক ভাল নাচ করে। তিনি জানান, সেজুতি আগামীতে জাতীয় পর্যায়ে নাচের প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে। তিনি সকলের কাছে সেজুতীর জন্য আশীর্বাদ কামনা করেন।
এদিকে সেজুতী’র এই সাফল্যে তাকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। এর মধ্যে অর্চনা কর্মকার, সন্তোষ কর্মকার, দিপিকা কর্মকার, জয়দেব কর্মকার, লিপিকা কর্মকার, তনয় কর্মকার, প্রিয়া কর্মকার, তন্বী কর্মকার, জয়া কর্মকার, সুনাম কর্মকার, কৃত্তিকা কর্মকার, বিজয়া কর্মকার ও উমা কর্মকার অন্যতম। #
ফরিদপুরের মেয়ে সেঁজুতী কর্মকার ঢাকা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত নৃত্য প্রতিযোগিতায় শিশু বিভাগে প্রথম হয়েছে। গত ২৭ জানুয়ারী ঢাকার শিল্পকলা একাডেমি’র অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেজুতি এবছর জেলা পর্যায়ে নৃত্য প্রতিযোগীতাতেও প্রথম স্থান অধিকার করেছিল।
ফরিদপুরের ক্ষুদে এই নৃত্য শিল্পী গৌরাঙ্গ কর্মকার ও সোমা কর্মকারের মেয়ে। সেজুতী ফরিদপুরের রেইনবো কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেনীর ছাত্রী।
সেজুতী’র নাচের শিক্ষক পিকুল সরকার জানান, অত্যান্ত মেধাবী সেজুতি। সে অনেক ভাল নাচ করে। তিনি জানান, সেজুতি আগামীতে জাতীয় পর্যায়ে নাচের প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে। তিনি সকলের কাছে সেজুতীর জন্য আশীর্বাদ কামনা করেন।
এদিকে সেজুতী’র এই সাফল্যে তাকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। এর মধ্যে অর্চনা কর্মকার, সন্তোষ কর্মকার, দিপিকা কর্মকার, জয়দেব কর্মকার, লিপিকা কর্মকার, তনয় কর্মকার, প্রিয়া কর্মকার, তন্বী কর্মকার, জয়া কর্মকার, সুনাম কর্মকার, কৃত্তিকা কর্মকার, বিজয়া কর্মকার ও উমা কর্মকার অন্যতম। #
No comments:
Post a Comment