ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিলে শনিবার দুপুরে লাখো ভক্তের একযোগে ওয়াক্তিয়া নামাজের মাধ্যমে বিশ্বওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) ছাহেবের চার দিনে বিশ্ব উরস শরীফ শুরু হয়েছে।
জাকের পার্ঠির চেয়ারম্যানের প্রেস সচীব শামীম হায়দার জানান, ২৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সূফীবাদের এ মহামিলনমেলায় শান্তিকামী মুসলমানের পাপাশি, হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান সম্প্রদায়সহ নানা ধর্ম, বর্ণ ও মত পথের লাখ লাখ মানুষ আলাদা আলাদা কম্পাউন্ডে ধ্যানমগ্নতায় বিভোর।
বিশ্বওলী কেবলাজান ছাহেবের আধ্যাত্মিক প্রতিনিধিদ্বয় পীরজাদা আলহাজ্জ খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদী ছাহেব ও পীরজাদা আলহাজ্জ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব সমবেতদের দফায় দফায় সাক্ষাত ও নসিহত দান করছেন।
তিনি আরো জানান, চারদিনের বিশ্ব উরস শরীফে ওয়াক্তিয়া নামাজের সাথে নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, পেয়ারা হাবীব বিশ্ব নবী রাসুলে পাক (সা:) এর স্মরণ এবং মোরাকাবা মোশাহেদা ও জেকের, যোহর, আসর ও মাগরিব নামাজ বাদ মোরাকাবা মোশাহেদা ও জেকের আসকার, এশা নামাজ বাদ রাসুলে পাক (সা:) এর প্রতি নজরানা স্বরূপ দরুদ শরীফ পাঠ এবং প্রতি ওয়াক্তে নামাজ ও নফল আবাদত বন্দেগীর পরে প্রকৃত ইসলামের সুমহান আদর্শ আলোকপাত করে ওয়াজ নসিত অনুষ্টিত হবে। #
No comments:
Post a Comment