ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনের উরস শুরু - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, February 17, 2018

ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনের উরস শুরু

বিশ্ব জাকের মঞ্জিল উরস শরীফ
নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিলে শনিবার দুপুরে লাখো ভক্তের একযোগে ওয়াক্তিয়া নামাজের মাধ্যমে বিশ্বওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) ছাহেবের চার দিনে বিশ্ব উরস শরীফ শুরু হয়েছে।
জাকের পার্ঠির চেয়ারম্যানের প্রেস সচীব শামীম হায়দার জানান, ২৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সূফীবাদের এ মহামিলনমেলায় শান্তিকামী মুসলমানের পাপাশি, হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান সম্প্রদায়সহ নানা ধর্ম, বর্ণ ও মত পথের লাখ লাখ মানুষ আলাদা আলাদা কম্পাউন্ডে ধ্যানমগ্নতায় বিভোর।


বিশ্বওলী কেবলাজান ছাহেবের আধ্যাত্মিক প্রতিনিধিদ্বয় পীরজাদা আলহাজ্জ খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদী ছাহেব ও পীরজাদা আলহাজ্জ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব  সমবেতদের দফায় দফায় সাক্ষাত ও নসিহত দান করছেন।

তিনি আরো জানান, চারদিনের বিশ্ব উরস শরীফে ওয়াক্তিয়া নামাজের সাথে নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, পেয়ারা হাবীব বিশ্ব নবী রাসুলে পাক (সা:) এর স্মরণ এবং  মোরাকাবা মোশাহেদা ও জেকের, যোহর, আসর ও মাগরিব  নামাজ বাদ মোরাকাবা মোশাহেদা ও জেকের আসকার, এশা নামাজ বাদ রাসুলে পাক (সা:) এর প্রতি নজরানা স্বরূপ দরুদ শরীফ পাঠ এবং প্রতি ওয়াক্তে নামাজ ও নফল আবাদত বন্দেগীর পরে প্রকৃত ইসলামের সুমহান আদর্শ আলোকপাত করে ওয়াজ নসিত অনুষ্টিত হবে। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages