ভাষা সৈনিক আব্দুল মতিন পদক পেলেন রাজেন্দ্র কলেজ অধ্যক্ষ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, February 17, 2018

ভাষা সৈনিক আব্দুল মতিন পদক পেলেন রাজেন্দ্র কলেজ অধ্যক্ষ


রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ
নিউজটুডেফরিদপুরঃ
দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলীকে শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য ভাষা সৈনিক ড. আব্দুল মতিন স্মৃতি পদক-২০১৮ প্রদান করা হয়েছে।

একুশে সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আয়োজিত ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে শুক্রবার মোশার্রফ আলীকে এই পদক দেয়া হয়।

একুশে সাংস্কৃতিক পরিষদের সভাপতি ভাষা সৈনিক মো. রেজাউল করিমের সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিচারপতি মো. ছিদ্দিকুর রহমান মিয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ড. জসিম উদ্দিন আহমেদ । এসময় ভাষা সৈনিক আহমেদ রফিক ,ভাষা সৈনিক রওশান আরা বাচ্চু , ভাষা সৈনিক ফুলে হোসেন , ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক এম.আর. মাহাবুব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages