মুক্তি পাচ্ছে ‘খুজি তোমায়’ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, February 21, 2018

মুক্তি পাচ্ছে ‘খুজি তোমায়’

খুজি তোমায়, শর্ট ফিল্ম, রোমান্টিক ভালবাসার গল্প
‘খুজি তোমায়’ চলচিত্রের তিন অভিনেতা,অভিনেত্রী,
শুটিং স্পটে সেলফী বন্দী হন েএভাবই
নিউজটুডেফরিদপুরঃ
ত্রিভুজ প্রেমের হারানো আর পাওয়া’র গল্প নিয়ে মুক্তি পেতে যাচ্ছে রোমান্টিক শর্ট ফিল্ম ‘খুজি তোমায়’।

ভালবাসা এক অদ্ভূত অনুভূতির নাম। ভালবাসা স্থান, কাল, পাত্র কিছুই বুঝে না কিন্তু ভাগ্যের কাছে ঠিকই হার মানে। কিছু ভালবাসা পূর্নতা পায়, কিছু ভালবাসার গল্প নিরবেই হারিয়ে যায়। এমনই এক সংবেদনশীল রোমান্টিক  ভালবাসার গল্পে নির্মান হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচিত্র "খুজি তোমায়"।

তরুন নির্মাতা দীন ইসলাম স¤্রাটের কাহিনী ও পরিচালনায় নির্মিত হয়েছে চলচিত্রটি। কামরুজ্জামান তুমনের চিত্রায়নে ‘খুজেছি তোমায়’ সিনেমাটিতে অভিনয় করেছেন নীহারিকা হায়দার, ইউভরাজ রিজান এবং মহসিনা আরা বিবা।




এরই মধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে চলচিত্রটির শুটিং সম্পন্ন হয়েছে।

সিনেমাটি সম্পর্কে এর নায়িকা নীহারিকা বলেন, ‘খুজেছি তোমায়’ চলচিত্রটি একাধারে  রোমান্টিক এবং প্যাথেটিক একটি ত্রিভূজ প্রেমের  গল্প। এই মুভিটিতে যেমন ভালবাসা আছে তেমনি আছে ভালবাসা ত্যাগ করার কষ্ট, ভালবাসাকে বিসর্জন দেবার গল্প। দ্বীন ইসলাম সম্রাট ভাইয়ের এই স্বল্পদৈর্ঘ চলচিত্রে  ভালবাসার গল্পকে একটু ভিন্ন রূপে উপস্থাপন  করা আশা করি দর্শকের অনেক ভালো লাগবে। আর এটাই আমার প্রথম কোনো রোমান্টিক চরিত্রে কাজ করা। চেষ্টা করেছি ভালকিছু দর্শককে উপহার দেয়ার। তাছাড়া এই মুভিতে বিবা ও রিজানও অনেক ভালো করেছে। আশা করি আমাদের সবার প্রচেষ্টা সফল হবে। সবার ছবিটি ভালো লাগবে।

শিঘ্রই চলচিত্রটি ইউটিউবে মুক্তি দেয়া হবে বলে জানান এর নির্মাতা স¤্রাট। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages