নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরের সালথায় অগ্নিদগ্ধ হয়ে মিতা আক্তার (২৭) নামে এক প্রবাসী’র স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিতা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের জার্মান প্রবাসী আবু সাঈদের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে প্রবাসী স্বামী আবু সাঈদ ও তার পরিবারের সাথে মাঝে মধ্যেই মিতার ঝগড়া হতো। সর্বশেষ সোমবার রাতে স্বামীর পরিবারের সাথে কথাকাটাকাটি হয় মিতার। একপর্যায় রাতেই ঘরের দরজা বন্ধ করে মিতা তার শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
পরে মিতার চিৎকারে বাড়ির সদস্যরা বিষয়টা টের পেয়ে ঘরের দরজা ভেঙ্গে মিতার শরীরের আগুন নিয়ন্ত্রনে এনে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
কিন্তু মিতার শরীরের অবস্থা আশঙ্কজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করেন কর্মরত চিকিৎসকরা। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মিতার মৃত্যু হয়। মিতার সামিরা আক্তার (১৩) ও সায়মা আক্তার (১০) নামে দুটি কন্যা সন্তান রয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান বলেন, প্রবাসীর স্ত্রীর মৃত্যু সংবাদ পেয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। #
ফরিদপুরের সালথায় অগ্নিদগ্ধ হয়ে মিতা আক্তার (২৭) নামে এক প্রবাসী’র স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিতা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের জার্মান প্রবাসী আবু সাঈদের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে প্রবাসী স্বামী আবু সাঈদ ও তার পরিবারের সাথে মাঝে মধ্যেই মিতার ঝগড়া হতো। সর্বশেষ সোমবার রাতে স্বামীর পরিবারের সাথে কথাকাটাকাটি হয় মিতার। একপর্যায় রাতেই ঘরের দরজা বন্ধ করে মিতা তার শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
পরে মিতার চিৎকারে বাড়ির সদস্যরা বিষয়টা টের পেয়ে ঘরের দরজা ভেঙ্গে মিতার শরীরের আগুন নিয়ন্ত্রনে এনে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
কিন্তু মিতার শরীরের অবস্থা আশঙ্কজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করেন কর্মরত চিকিৎসকরা। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মিতার মৃত্যু হয়। মিতার সামিরা আক্তার (১৩) ও সায়মা আক্তার (১০) নামে দুটি কন্যা সন্তান রয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান বলেন, প্রবাসীর স্ত্রীর মৃত্যু সংবাদ পেয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। #
No comments:
Post a Comment