ফরিদপুরে বালিকাদের আত্মরক্ষা প্রশিক্ষন কর্মসূচী শুরু - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, February 18, 2018

ফরিদপুরে বালিকাদের আত্মরক্ষা প্রশিক্ষন কর্মসূচী শুরু

নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরে বিদ্যালয়ের বালিকাদের আত্মরক্ষার প্রশিক্ষন কর্মসূচী শুরু হয়েছে। শহরতলীর গেরদা এএফ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার বিকেল ৩ টায় বিদ্যালয়ের মাঠে মাস ব্যাপী এই কমূসুচী উদ্বোধন করা হয়। এই উপলক্ষ্যে বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ মোকাররম আলীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এএসএম আহসান তুহিন, এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি মিসেস লোনা টিনা রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রশিক্ষন কর্মসূচীর প্রথম দিনে বিদ্যালয়ের ৫০ জন ছাত্রীর একটি দল অংশ নেয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আত্মপ্রত্যয়ী নারী জীবন গঠনের লক্ষ্যে এই কর্মসূচী হাতে নেয়া হয়েছে। মাসব্যাপী এই কর্মসূচী সম্পন্ন করে পরবর্তীতে বালিকাদের ছোট ছোট দলে করে পর্যায়ক্রমে স্কুলের সকল ছাত্রীকে এই প্রশিক্ষন কর্মসূচীর আওতায় আনা হবে।

অনুষ্ঠানে ফরিদপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষিত একটি বালিকা দল খালি-হাতে আত্মরক্ষা কসরৎ প্রদর্শন করে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages