মধুখালীর মিষ্টান্ন ভান্ডার থেকে ৪৩ বোতল ফেনসিডিলসহ আটক ১ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, February 22, 2018

মধুখালীর মিষ্টান্ন ভান্ডার থেকে ৪৩ বোতল ফেনসিডিলসহ আটক ১

নিউজটুডেফরিদপুরঃ
মধুখালী উপজেলার বাঘাট এলাকার একটি মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব ৮ ফরিদপুরের সদস্যরা। এসময় মো. আরিফ(৩৫) নামে একজনকে আটক করে র‌্যাব। সে মধুখালীর গোন্দারদিয়া গ্রামের মৃত মোকররম আলীর ছেলে।

র‌্যাব ৮ ফরিদপুরের কোম্পানী অধিনায়ক মো. রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ১ টার দিকে এই অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা।

এসময় মধুখালী রেলগেট এলাকায় এ আর মিষ্টান্ন ভান্ডার থেকে ৪৩ বোতল ফেনসিডিলসহ আরিফকে আটক করা হয়। আরিফ ওই মিষ্টান্ন ভান্ডারের ম্যানেজার বলে জানিয়েছে র‌্যাব।

৪৩ বোতল ফেনসিডিল এর মধ্যে ১০ বোতল পরিপূর্ন এবং বাকী ৩৩ টি ফেনসিডিল এর খালী বোতল।

উদ্ধারকৃত ফেনসিডিলসহ আটক আরিফকে মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages