র‌্যাবের জালে ২০ মন কচ্ছপ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, March 13, 2018

র‌্যাবের জালে ২০ মন কচ্ছপ

নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুর র‌্যাব ৮ এর এক অভিযানে ২০ মন কচ্ছপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজবাড়ী জেলার ভবানীপুর ডাইস ফ্যাক্টরী এলাকায় অভিযান চালিয়ে এই কচ্ছপ জব্দ করা হয়।
এসময় শ্রী প্রবাস চন্দ্র সরকার নামে একজনকে আটক করে র‌্যাব। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা অর্থ দন্ড দেয়া হয় তাকে।

আটক শ্রী প্রবাস ভবানীপুর ডাইস ফ্যাক্টরী এলাকার মৃত সুবল চন্দ্র সরকারের ছেলে।

র‌্যাব ৮ ফরিদপুরের কোম্পানী অধিনায়ক রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় এই কচ্ছপ উদ্ধার করা হয়। বেআইনীভাবে বন্য প্রানী পাচারের অভিযোগে শ্রী প্রবাসকে আটক করা হয়।

পরে উদ্ধার কচ্ছপ ও আটককৃতকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। আদালত বন্য প্রানী সংরক্ষন ও নিরাপত্ত আইন ২০১২ এর ৩৯ ধারা মোতাবেক আটককৃতকে ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এবং উদ্ধার কচ্ছপ পদ্মা নদীতে অবমুক্তের নির্দেশ দেন।

আদালতের নির্দেশে উদ্ধার ২০ মন কচ্ছপ পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। এসময় জেলা বন বিভাগ ও  প্রানী সম্পদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে রইছ উদ্দিন জানান, এর মধ্যে ২০ কেজি ওজন সাইজের কচ্ছপও রয়েছে। দেশী প্রজাতিসহ বিভিন্ন প্রজাতির কচ্ছপ ছিল সেখানে। তিনি জানান, পাচারের উদ্যেশেই একটি চক্র এখানে কচ্ছপ গুলো রেখেছিল। র‌্যাব সেই তথ্য জানতে পেরে অভিযান চালায়। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages