১০০ জন কাস্টমার সার্ভিস প্রতিনিধি নিয়োগ দিবে ডিজিকন - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, April 30, 2018

১০০ জন কাস্টমার সার্ভিস প্রতিনিধি নিয়োগ দিবে ডিজিকন

ডেক্স, নিউজটুডেফরিদপুরঃ
ডিজিকন টেকনোলজিস লিমিটেডে ১০০ জন কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ (গ্রাহক সেবা/কল সেন্টার) নিয়োগ দেবে। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ/দায়িত্বসমূহ: ক্লায়েন্টের ব্যবসার সাথে সংশ্লিষ্ট সম্ভাব্য গ্রাহকদের ইনকামিং কলগুলো পরিচালনা করতে হবে। চমৎকার গ্রাহক সেবা প্রদান এবং গ্রাহকদেরকে সুনির্দিষ্ট তথ্য প্রদান করতে হবে, গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে হবে।

চাকরির ধরন: ফুল টাইম, চুক্তিভিত্তিক


শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউশন হতে স্নাতক/ডিপ্লোমা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: বয়স ২১ থেকে ৩২ বছর, বিপিও শিল্পের অনুরূপ অভিজ্ঞতাকে অগ্রাধিকার প্রদান করা হবে, প্রাথমিক কম্পিউটার ধারণা, উত্তম মৌখিক যোগাযোগ দক্ষতা, উত্তম শ্রবণ দক্ষতা, উত্তম বিশ্লেষণাত্মক দক্ষতা, যেকোনো শিফট/রোস্টারে কাজ করার ইচ্ছা।

কর্মস্থল: ঢাকা (খিলক্ষেত, তেজগাঁও, মতিঝিল)

বেতন: ৮০০০ – ১১০০০ টাকা

আবেদনের ঠিকানা: হেড অব এইচআর ডিজিকন টেকনোলজিস লি: রাজউক ট্রেড সেন্টার, (৪র্থ ফ্লোর) প্লট নং- ৪ এবং ৬, ফারুক সরণি রোড, নিকুঞ্জ (উত্তরা) আবাসিক এলাকা, খিলক্ষেত, ঢাকা- ১২২৯।

আবেদনের শেষ তারিখ: মে ১৭, ২০১৮

কোম্পানি তথ্য: ডিজিকন টেকনোলজিস লিমিটেড
ওয়েবঃ http://www.digicontechnologies.com/

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages