ডেক্স, নিউজটুডেফরিদপুরঃ
ডিজিকন টেকনোলজিস লিমিটেডে ১০০ জন কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ (গ্রাহক সেবা/কল সেন্টার) নিয়োগ দেবে। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ/দায়িত্বসমূহ: ক্লায়েন্টের ব্যবসার সাথে সংশ্লিষ্ট সম্ভাব্য গ্রাহকদের ইনকামিং কলগুলো পরিচালনা করতে হবে। চমৎকার গ্রাহক সেবা প্রদান এবং গ্রাহকদেরকে সুনির্দিষ্ট তথ্য প্রদান করতে হবে, গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে হবে।
চাকরির ধরন: ফুল টাইম, চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউশন হতে স্নাতক/ডিপ্লোমা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: বয়স ২১ থেকে ৩২ বছর, বিপিও শিল্পের অনুরূপ অভিজ্ঞতাকে অগ্রাধিকার প্রদান করা হবে, প্রাথমিক কম্পিউটার ধারণা, উত্তম মৌখিক যোগাযোগ দক্ষতা, উত্তম শ্রবণ দক্ষতা, উত্তম বিশ্লেষণাত্মক দক্ষতা, যেকোনো শিফট/রোস্টারে কাজ করার ইচ্ছা।
কর্মস্থল: ঢাকা (খিলক্ষেত, তেজগাঁও, মতিঝিল)
বেতন: ৮০০০ – ১১০০০ টাকা
আবেদনের ঠিকানা: হেড অব এইচআর ডিজিকন টেকনোলজিস লি: রাজউক ট্রেড সেন্টার, (৪র্থ ফ্লোর) প্লট নং- ৪ এবং ৬, ফারুক সরণি রোড, নিকুঞ্জ (উত্তরা) আবাসিক এলাকা, খিলক্ষেত, ঢাকা- ১২২৯।
আবেদনের শেষ তারিখ: মে ১৭, ২০১৮
কোম্পানি তথ্য: ডিজিকন টেকনোলজিস লিমিটেড
ওয়েবঃ http://www.digicontechnologies.com/
ডিজিকন টেকনোলজিস লিমিটেডে ১০০ জন কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ (গ্রাহক সেবা/কল সেন্টার) নিয়োগ দেবে। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ/দায়িত্বসমূহ: ক্লায়েন্টের ব্যবসার সাথে সংশ্লিষ্ট সম্ভাব্য গ্রাহকদের ইনকামিং কলগুলো পরিচালনা করতে হবে। চমৎকার গ্রাহক সেবা প্রদান এবং গ্রাহকদেরকে সুনির্দিষ্ট তথ্য প্রদান করতে হবে, গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে হবে।
চাকরির ধরন: ফুল টাইম, চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউশন হতে স্নাতক/ডিপ্লোমা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: বয়স ২১ থেকে ৩২ বছর, বিপিও শিল্পের অনুরূপ অভিজ্ঞতাকে অগ্রাধিকার প্রদান করা হবে, প্রাথমিক কম্পিউটার ধারণা, উত্তম মৌখিক যোগাযোগ দক্ষতা, উত্তম শ্রবণ দক্ষতা, উত্তম বিশ্লেষণাত্মক দক্ষতা, যেকোনো শিফট/রোস্টারে কাজ করার ইচ্ছা।
কর্মস্থল: ঢাকা (খিলক্ষেত, তেজগাঁও, মতিঝিল)
বেতন: ৮০০০ – ১১০০০ টাকা
আবেদনের ঠিকানা: হেড অব এইচআর ডিজিকন টেকনোলজিস লি: রাজউক ট্রেড সেন্টার, (৪র্থ ফ্লোর) প্লট নং- ৪ এবং ৬, ফারুক সরণি রোড, নিকুঞ্জ (উত্তরা) আবাসিক এলাকা, খিলক্ষেত, ঢাকা- ১২২৯।
আবেদনের শেষ তারিখ: মে ১৭, ২০১৮
কোম্পানি তথ্য: ডিজিকন টেকনোলজিস লিমিটেড
ওয়েবঃ http://www.digicontechnologies.com/
No comments:
Post a Comment