নিউজটুডেফরিদপুরঃ
আলিবাগে গিয়ে গাঁটছড়া বেঁধেছেন তাঁরা। মহারাষ্ট্র
এবং অসম, দুই রাজ্যের ঘরাণা মেনেই সাতপাকে বাঁধা পড়েছেন। বিয়ের আগে
থেকে দু’জনের বয়স নিয়ে সমালোচনা শুরু হলেও, মিলিন্দ
সোমন এবং অঙ্কিতা কোনওয়ার কিন্তু বিষয়টি নিয়ে কখনওই কোনও মন্তব্য করেননি। বিয়ে নিয়ে
তাঁরা যে দু’জনেই বেশ খুশি, তা বুঝিয়ে দিয়েছেন বার
বার। আলিবাগে
বিয়ে সেরে এবার মধুচন্দ্রিমায় একান্তে সময় কাটাচ্ছেন মিলিন্দ-অঙ্কিতা। এনিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় গনমাধ্যম।
সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন
মিলিন্দ-অঙ্কিতা। সেখানে জলের নীচে ছবি তুলতে দেখা যায় তাঁদের। শুধু তাই
নয়, বিয়ের
পর দু’জন দু’জনের সঙ্গে বেশ ভাল
সময় কাটাচ্ছেন বলেও ওই ছবিতে ইঙ্গিত দিয়েছেন নব বিবাহিত দম্পতি।
এদিকে মিলিন্দ সোমনের সঙ্গে অঙ্কিতা কোনওয়ারের বয়সের
পার্থক্য নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় তাঁদের। এমনকী, মিলিন্দের
সঙ্গে অঙ্কিতার বিয়ে নিয়ে তাঁর বাড়ির লোকও রাজি ছিলেন না বলে শোনা যায়। কিন্তু, মিলিন্দের
সঙ্গে দেখা হওয়ার পর তাঁর ব্যবহারে খুশি হয়েই প্রাক্তন মডেলের সঙ্গে মেয়ের বিয়ে
দিতে রাজি হয় অঙ্কিতার বাড়ির লোক।
No comments:
Post a Comment