মধুচন্দ্রিমায় মিলিন্দ-অঙ্কিতা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, April 30, 2018

মধুচন্দ্রিমায় মিলিন্দ-অঙ্কিতা



নিউজটুডেফরিদপুরঃ
আলিবাগে গিয়ে গাঁটছড়া বেঁধেছেন তাঁরামহারাষ্ট্র এবং অসম, দুই রাজ্যের ঘরাণা মেনেই সাতপাকে বাঁধা পড়েছেনবিয়ের আগে থেকে দুজনের বয়স নিয়ে সমালোচনা শুরু হলেও, মিলিন্দ সোমন এবং অঙ্কিতা কোনওয়ার কিন্তু বিষয়টি নিয়ে কখনওই কোনও মন্তব্য করেননিবিয়ে নিয়ে তাঁরা যে দুজনেই বেশ খুশি, তা বুঝিয়ে দিয়েছেন বার বারআলিবাগে বিয়ে সেরে এবার মধুচন্দ্রিমায় একান্তে সময় কাটাচ্ছেন মিলিন্দ-অঙ্কিতা এনিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় গনমাধ্যম।

সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন মিলিন্দ-অঙ্কিতাসেখানে জলের নীচে ছবি তুলতে দেখা যায় তাঁদেরশুধু তাই নয়, বিয়ের পর দুজন দুজনের সঙ্গে বেশ ভাল সময় কাটাচ্ছেন বলেও ওই ছবিতে ইঙ্গিত দিয়েছেন নব বিবাহিত দম্পতি

এদিকে মিলিন্দ সোমনের সঙ্গে অঙ্কিতা কোনওয়ারের বয়সের পার্থক্য নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় তাঁদেরএমনকী, মিলিন্দের সঙ্গে অঙ্কিতার বিয়ে নিয়ে তাঁর বাড়ির লোকও রাজি ছিলেন না বলে শোনা যায়কিন্তু, মিলিন্দের সঙ্গে দেখা হওয়ার পর তাঁর ব্যবহারে খুশি হয়েই প্রাক্তন মডেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি হয় অঙ্কিতার বাড়ির লোক 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages