সালথা বাজারে আগুন, অল্পের জন্য রক্ষা পেল কয়েক’শ ব্যবসা প্রতিষ্ঠান - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, March 21, 2015

সালথা বাজারে আগুন, অল্পের জন্য রক্ষা পেল কয়েক’শ ব্যবসা প্রতিষ্ঠান

নুরুল ইসলাম নাহিদ, সালথা থেকে
ফরিদপুরের সালথায় অগ্নিকান্ডের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল উপজেলা সদর বাজারের কয়েক’শ ব্যবসা প্রতিষ্ঠান। শনিবার বেলা ১২ টার দিকে বাজার সংলগ্ন আবু মোল্যার বাড়িতে এ অগ্নিকান্ডের সূত্র পাত ঘটে। এতে তার একটি রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায় ও মোবারক মোল্যা নামে এক বৃদ্ধ দগ্ধ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আবু মোল্যার রান্না ঘর থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এসময় পুরো বাজারে আতংক ছড়িয়ে পড়ে। চিৎকারের শব্দ শুনে বাজারের শতাধিক ব্যবসায়ী ও স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আবু মোল্যার ওই রান্না-ঘর সংলগ্ন অন্তত ১০টি বসত-ঘর, ১টি এনজিও’ অফিস ও বাড়ির সামনে সড়কের পশ্চিম পাড়ে বাজারের কয়েক শত টিনসেট দোকান-ঘর অবস্থিত রয়েছে। অল্পের জন্য এসব বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এই অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পায়। উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান লেবু মোল্যা বলেন, আল্লাহর রহমতে অল্পের জন্য আজ সালথা বাজার রক্ষা পেয়েছে এই আগুনের হাত থেকে। আমাদের উপজেলা সদরে এত বড় একটি বাজার রয়েছে অথচ এখনো এ উপজেলায় ফায়ার সার্ভিসের কোন স্টেশন নির্মিত হয়নি। এই এলাকায় আগুন লাগলে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিস টিম আনতে হয়। অনেক সময় এই এলাকায় আগুন লাগলে দেখা যায় ফরিদপুর থেকে ফায়ার সার্ভিস আসতে দেরি হওয়ার কারণে আমাদের অনেক বড় ক্ষয়-ক্ষতি হয়ে যায়।  যে-কারণে আমাদের আরো বেশি আতংকের মধ্যে ব্যবসা-বাণিজ্য করতে হয়। সাবেক এই জনপ্রতিনিধিসহ বাজারের ব্যবসায়ীরা দাবী জানিয়েছে, দ্রতই যেন সালথায় ফায়ার সার্ভিসের একটি স্টেশন নির্মান করা হয়। #
ফরিদপুর, ২১ মার্চ, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages