বর্ষবরণ অনুষ্ঠানে নারী লাঞ্ছনাকারীদের শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, April 20, 2015

বর্ষবরণ অনুষ্ঠানে নারী লাঞ্ছনাকারীদের শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন

নিউজ টুডে ফরিদপুর, ২০ এপ্রিল।
বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠানে নারী লাঞ্ছনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে অনুষ্ঠিত আধঘণ্টার মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের সভাপতি অধ্যাপক শিপ্রা রায়, ফরিদপুর চেম্বারের সাবেক সভাপতি আওলাদ হোসেন বাবর, জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি মজিবুর রহমান, খাদিজা বেগম মনি, জেলা  সুশাসনের জন্য প্রচারাভিযানের সম্পাদক আজহারুল ইসলাম, আস্থা প্রতিবন্ধী সংস্থার সভাপতি নূররাত আক্তার মিনি, সাংবাদিক পান্না বালা, নারীনেত্রী শাহজাদী বেগম, আসমা আক্তার মুক্তা প্রমুখ। বক্তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। #
ফরিদপুর, ২০ এপ্রিল, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages