ভাঙ্গায় কাজাী জাফরউল্লাহ’র পথসভায় গুলি ॥ ওসি সহ আহত-৭ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, April 18, 2015

ভাঙ্গায় কাজাী জাফরউল্লাহ’র পথসভায় গুলি ॥ ওসি সহ আহত-৭

মোঃ রমজান সিকদার, ভাঙ্গা থেকে
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি কাজী জাফরউল্লাহ্র পথসভায় শনিবার সকালে গুলির ঘটনা ঘটেছে। গুলিতে থানার ওসি সহ ৭ জন গুরুত্বর আহত হয়েছে। আহতদের পুলিশ ও স্থানীয় জনতা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। সেখানে ৬ জনের অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। আহতরা হলো ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম(৫২), কাউলিবেড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরহাদ মাতুব্বর(৫৫), আজিমনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সোবাহান খান(৬৫), সদরপুর উপজেলার আওয়ামীলীগ নেতা ইমারত আকন(৫৬) ও সাহেব আলী মেম্বার(৪৮), কাউলিবেড়া ইউপি মেম্বার শাজাহান মিয়া(৫০), জমির মাতুব্বর(৬০), ইমরান আকন(৬৫)। আহতদের সকলেই পায়ে ও বুকে আঘাতপ্রাপ্ত হয়েছে। জানা গেছে, আজ সকাল ৮টায় উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মুন্সিবাড়ী কুমপাড়া ব্রীজ উদ্ভোধন শেষে পথসভা করেন কাজী জাফরউল্লাহ্। এ উপলক্ষে শত শত নেতাকর্মী পথ সভাস্থলে উপস্থিত হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, পথসভা ভাষন শুরুর কয়েক মিনিট পরই মঞ্চের একপ্রান্ত থেকে অর্তকিত গুলির শব্দ হয়। মঞ্চের এক প্রান্তে অবস্থান করা ফরিদপুর জেলা আওয়ামীলীগের সদস্য ও ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দীপক মজুমদারের ব্যবহৃত শর্টগান থেকে অসাবধানতাবসত গুলি বর্ষিত হয়েছে বলে তিনি জানান। এসময় উপস্থিত নেতা-কর্মীদের হুড়োহুড়িতেও বেশ কিছু লোকজন আহত হয়। আমি নিজেও আহত হওয়ার কারনে কিছু বুছে ওঠার আগেই পুলিশ ও স্থানীয়রা আমাদের  উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তিনি আরো জানান গুলি বর্ষিত শর্ট গানটি জব্দ সহ আইনি সকল ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইমরান হোসেন বলেন, শর্ট গানের গুলি হওয়াতে আহতদের শরীরে স্পিøন্টার একাধীক স্থানে ঢুকে গেছে। এদের সকলকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী হেদায়েত উল্লাহ্ সাকলাইন বলেন, আমাদের পথসভা অনুষ্ঠানে দীপক মজুমদারের হাতে থাকা শর্টগানটি থেকে মিস ফায়ার হলে দুর্ঘটনাটি ঘটে।#
ফরিদপুর,১৮ এপ্রিল, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages