ফরিদপুর পৌরসভার কাউন্সিলর ও যুবলীগ নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, April 18, 2015

ফরিদপুর পৌরসভার কাউন্সিলর ও যুবলীগ নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা

নিউজ টুডে ফরিদপুর, ১৮ এপ্রিল।
মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ফরিদপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের সদস্য মাহফুজুর রহমান মামুনকে কুপিয়েছে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা।
শুক্রবার রাত ৯টার দিকে শহরের বিন্দাবনের মোড় থেকে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী হাতকাটা আকতারসহ ৪/৫ জন মামুনকে কুপিয়ে মারাত্বক আহত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সরফউদ্দিন আহম্মেদ জানান, তাড় ডান পায়ে গুরুতর আঘত রয়েছে। তবে তিনি আশংকামুক্ত আছেন।
আহত মামুন জানায়, লালের মোড় থেকে টেপাখোলা যাওয়ার পথে বিন্দাবনের মোড় এলাকায় আকতার ও তার লোকজন আমার মটরসাইকেলের গতিরোধ করে তার উপর হামলা করে। এসময় তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে ডান পায়ে কোপ দেয় এবং এক রাউন্ড গুলি ছোড়ে। তবে গুলি লক্ষভ্রষ্ট হয়েছে। এসময় তার ব্যবহৃত মোটর সাইকেলটিও পুড়িয়ে দেওয়া হয়।
কোপানোর কারন হিসেবে মামুন জানান, সকালে ওই এলাকা থেকে হাতকাটা আকতারের সহযোগী সজীব নামে এক মাদক ব্যবসায়ীকে ৪৬ বোতল ফেনসিডিলসহ ডিবি পুলিশে ধরিয়ে দেন তিনি। এ ঘটনার প্রেক্ষিতেই আকতার তার উপর হামলা করে।
ডিবি পুলিশের ওসি সুনীল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই মাদক ব্যাবসায়ীকে ধরিয়ে দেয়ার কারনেই এই ঘটনা ঘটে থাকতে পারে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।  আসামী ধরতে অভিযান চলছে। #
ফরিদপুর, ১৮ এপ্রিল, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages