রানা প্লাজায় নিহতদের স্মরন করলো ভাঙ্গা শিক্ষার্থীরা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, April 23, 2015

রানা প্লাজায় নিহতদের স্মরন করলো ভাঙ্গা শিক্ষার্থীরা


মোঃ রমজান সিকদার, ভাঙ্গা প্রতিনিধি
দেশের ভয়াবহতম দুর্ঘটনা রানা প্লাজা ভবন ধ্বসে নিহত ১১’শ শ্রমিকের মৃত্যুর ২য় মৃত্যু বার্ষিকীতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে নানা কর্মসূচী পালন করলো ভাঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ক্লাস শুরুর আগে নিহতদের স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। দুপুরে বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আমলগীর হোসেন বলেন, রানা প্লাজায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্বাস্থ্য কামনায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানেই কর্মসুচী নেওয়া হয়েছে। ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন, ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ মৃধা, ভাঙ্গা কাজী শামচুন্নেছা বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন জানায়, রানা প্লাজার ট্রাজেডি, ভয়াবহতা ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করতে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর ফরিদপুর সমন্বয়ক শিপ্রা গোস্বামী বলেন, দেশের ভয়াবহতম এই দুর্ঘটনায় নিহত ও আহতদের এখনও পর্যন্ত পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া হয়নি। দ্রুত ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের জন্য সরকারের প্রতি আহবান করেন। #
ফরিদপুর, ২৩ এপ্রিল, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages