নিউজ টুডে ফরিদপুর, ১৫ জুন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম এলাকায় ডাকাতির ঘটনার তিন জন আহত হয়েছে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূক্তভোগী সেকেন্দার আলী জানান, রোববার দিবাগত গভীর রাতে ৭/৮ জনের ডাকাত দল আলফাডাঙ্গার কারমারগ্রামের চরপাড়া এলাকায় আক্তার হোসেনের বাড়ীতে হানা দেয়। এসময় ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে বাড়ীর লোকদের জিম্মি করে। পরে বাড়ীতে থাকা নগদ ৯০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে নেয়। এসময় আক্তার হোসেনের ছেলে সেকেন্দার বাধা দিতে গেলে ডাকাতরা তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি ভাবে কুপিয়ে গুরুত্বর আহত করে চলে যায়। পরে আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলো আক্তার হোসেন (৬০), সেকেন্দার মুন্সি (৪৪) ও রাহেলা বেগম (৫৬)। এই ঘটনা আলফাডাঙ্গা থানায় জানানো হলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। #
নিউজ টুডে ফরিদপুর, ১৫ জুন।
No comments:
Post a Comment