তরিকুল ইসলাম হিমেলঃ
ফরিদপুরের সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বদরপুর গ্রামে গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১১ টার দিকে এই ঘটনা ঘটে । এই ঘটনায় আরো দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় ডাকাতদের ব্যবহৃত একটি মটরসাইকেলও জব্দ করে পুলিশ।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, তিন ব্যক্তিকে হাসপাতালে আনা হয় রাত সাড়ে ১১ টার দিকে। হাসপাতালে আসার পরেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, বরগুনা জেলা সদরের পাতাকাঠা গ্রামের শিরগণ আলী হাওলাদারের ছেলে বাচ্চু হাওলাদার(২৮) এবং খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের মৃত শাজাহ্না শেখের ছেলে রেজাউল শেখ (৩০) ও একই গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে মোশাররফ শেখ (৩৪)। ওই রাতেই পুলিশ নিহতদের লাশের ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী অভিযোগ করেছেন, গত কয়েকদিন ধরে কৈজুরী ইউনিয়নের কয়েকটি গ্রামে বেশ কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা মালামাল লুটসহ বাড়ির মহিলাদের উপর পাশবিক নির্যাতনও করেছে। এই ঘটনার পর থেকেই ক্ষিপ্ত ছিল এলাকাবাসী। ক্ষোভ থেকেই গতকাল রাতে ডাকাতদের ধরে এলাকাবাসী গনপিটুনী দেয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেশ কিছু দিন ধরে ওই এলাকায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। গতরাতে ডাকাতরা ডাকতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে এলাকাবাসী একত্রিত হয়ে ৩ ডাকাতকে ধরে গনপিটুনী দেয়। পরে ওই ৩ ডাকাতকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তাদের মৃত্যু হয়। পরে পুলিশ ও এলাকাবাসী ওই এলাকায় তল্লাশী চালিয়ে আরো দুই ডাকাতকে আটক করে। এরা হলো ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আকতার হোসেন (৩৫) ও সালথা উপজেলার আরিফ মোল্যা (২৫)। এই ঘটনায় কোতয়ালী থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান। এর মধ্যে একটি ডাকাতির চেষ্টার অভিযোগে অন্যটি গনপিটুনীর ঘটনায়। মামলা দুইটি পুলিশ তদন্ত করছে বলে এই কর্মকর্তা জানিয়েছেন। #
নিউজ টুডে ফরিদপুর, ২৫ জুন, ২০১৫।
ফরিদপুরের সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বদরপুর গ্রামে গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১১ টার দিকে এই ঘটনা ঘটে । এই ঘটনায় আরো দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় ডাকাতদের ব্যবহৃত একটি মটরসাইকেলও জব্দ করে পুলিশ।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, তিন ব্যক্তিকে হাসপাতালে আনা হয় রাত সাড়ে ১১ টার দিকে। হাসপাতালে আসার পরেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, বরগুনা জেলা সদরের পাতাকাঠা গ্রামের শিরগণ আলী হাওলাদারের ছেলে বাচ্চু হাওলাদার(২৮) এবং খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের মৃত শাজাহ্না শেখের ছেলে রেজাউল শেখ (৩০) ও একই গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে মোশাররফ শেখ (৩৪)। ওই রাতেই পুলিশ নিহতদের লাশের ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী অভিযোগ করেছেন, গত কয়েকদিন ধরে কৈজুরী ইউনিয়নের কয়েকটি গ্রামে বেশ কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা মালামাল লুটসহ বাড়ির মহিলাদের উপর পাশবিক নির্যাতনও করেছে। এই ঘটনার পর থেকেই ক্ষিপ্ত ছিল এলাকাবাসী। ক্ষোভ থেকেই গতকাল রাতে ডাকাতদের ধরে এলাকাবাসী গনপিটুনী দেয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেশ কিছু দিন ধরে ওই এলাকায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। গতরাতে ডাকাতরা ডাকতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে এলাকাবাসী একত্রিত হয়ে ৩ ডাকাতকে ধরে গনপিটুনী দেয়। পরে ওই ৩ ডাকাতকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তাদের মৃত্যু হয়। পরে পুলিশ ও এলাকাবাসী ওই এলাকায় তল্লাশী চালিয়ে আরো দুই ডাকাতকে আটক করে। এরা হলো ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আকতার হোসেন (৩৫) ও সালথা উপজেলার আরিফ মোল্যা (২৫)। এই ঘটনায় কোতয়ালী থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান। এর মধ্যে একটি ডাকাতির চেষ্টার অভিযোগে অন্যটি গনপিটুনীর ঘটনায়। মামলা দুইটি পুলিশ তদন্ত করছে বলে এই কর্মকর্তা জানিয়েছেন। #
নিউজ টুডে ফরিদপুর, ২৫ জুন, ২০১৫।
No comments:
Post a Comment