বাবা, মা, স্ত্রী ও সন্তানের সাথে নিহত আব্দুল্লাহ। |
সৌদি আরবের রিয়াদ শহরে গত রোববার ভোরে সড়ক দুর্ঘটনায় নিহত ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামের সোনামিয়া চৌধুরীর পুত্র আব্দুল্লাহ চৌধুরী (২৮) নিহত হয়েছেন। আব্দুল্লাহ’র নিহত হওয়ার খবর তারাইলের বাড়িতে চলছে শোকের মাতম।
পারিবারিক সুত্রে জানা গেছে, ৩ ভাইর মধ্যে বড় ভাই আতিয়ার চৌধুরী ও ছোট ভাই আবু সালাম চৌধূরী আগেই বিদেশ যায়। গত এক বছর আগে আব্দুল্লাহ চৌধুরী সৌদি আরবে যান শ্রমিক হিসেবে। শনিবার রাত ১টায় সে কাজে যোগদানের জন্য রিয়াদ শহর থেকে দাম্মাম শহরের উদ্দেশ্যে প্রাইভেট কার যোগে যাবার পথে ভোর রাতে গাড়ীটি পাহাড়ের পাদদেশে একটি পাথরের সাথে ধাক্কা লাগে। এসময় আব্দুল্লাহ চৌধুরী ঘটনাস্থলেই মারা যায় এবং প্রাইভেটকার চালক আহত হয়। বাংলাদেশে তৃতীয় রোজার ইফতারির আগ মুর্হুতে সংবাদটি পরিবারের লোকজন পায়। স্ত্রী সাথী আক্তার ও পরিবারের স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। নাদিম নামে আব্দুল্লাহ’র দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। পরিবারটি আব্দুল্লাহর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সাহায্য সহযোগিতা কামনা করেন। এলাকার ইউপি চেয়ারম্যান হারুন-অর-রসিদ জানিয়েছেন, ছেলেটি অত্যন্ত ভদ্র ছিল তার লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবী জানিয়েছেন তিনি। #
নিউজ টুডে ফরিদপুর, ২৪ জুন, ২০১৫।
No comments:
Post a Comment