এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। “একটি বাড়ি ও একটি খামার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পল্লী উন্নয়ন ত্বরাম্বিত করা হবে” –সাংবাদিকদের দেয়া প্রতিক্রিয়ায় মোশাররফ হোসেন। - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, July 9, 2015

এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। “একটি বাড়ি ও একটি খামার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পল্লী উন্নয়ন ত্বরাম্বিত করা হবে” –সাংবাদিকদের দেয়া প্রতিক্রিয়ায় মোশাররফ হোসেন।

তরিকুল ইসলাম হিমেল, নিউজ টুডে ফরিদপুর, ৯ জুলাই
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়(এলজিআরডি) দায়িত্ব পেয়েছেন।
নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় তিনি তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, আমার প্রথম ও প্রধান কাজ হবে মাননীয় প্রধান মন্ত্রীর যুগান্তকারী কর্মসূচি “একটি বাড়ি একটি খামার প্রকল্প” বাস্তবায়নের মাধ্যমে পল্লী উন্নয়ন ত্বরান্বিত করা। নতুন দায়িত্ব দেওয়ায় তিনি প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে এ মন্ত্রণালয় পরিচালনা করা হবে। এ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিটি গ্রামের উন্নয়নের সুযোগ রয়েছে। এই কাজ করার সুবাদে গ্রামীণ অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নত জনপদ গড়ে তোলা হবে। তিনি বলেন, আমার কর্মজীবন শুরু হয়েছিল এই মন্ত্রণালয়ে কাজ করার মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী  আমাকে এই শেষ জীবনে আরও কাজ করার যে সুযোগ করে দিলেন আমি সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে কাজ করব। পাশাপাশি দলের প্রতি আরও নিষ্ঠাবান হয়েও কাজ করব। নতুন দায়িত্ব পাওয়া মোশাররফ হোসেন বলেন, আপাতত আমি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করব।
বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর শহরতলির বদরপুর এলাকার নিজ বাড়ি আফসানা মঞ্জিলে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শহর যুবলীগ, মহিলালীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে জেলা আওয়ামীলীগ আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন তিনি। #
নিউজ টুডে ফরিদপুর, ৯ জুলাই, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages