শাহাদাত হোসেন তিতু ঃ
জাতীয় শিশু-কিশোর ও যুব কল্যান সংগঠন চাঁদের হাট ফরিদপুর জেলা শাখার পুরানো ও নতুন বন্ধুদের নিয়ে ঈদ পুনমিলনী অনুষ্ঠান “সারাদিন হৈ-চৈ” অনুষ্ঠিত হয়েছে রবিবার ।
স্থানীয় কবি জসীমউদ্দীন হলে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন তিতুর সভাপতিত্বে বক্তব্য দেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফরিদপুর শাখার সাধারন সম্পাদক সিরাজী কবীর খোকন, চাঁদের হাট ফরিদপুর জেলা শাখার প্রাক্তন আহবায়ক সৈয়দ শাখাওয়াত হোসেন, সাবেক আহবায়ক শওকত আলী জাহিদ, ফরিদপুর টাউন থিয়েটারের সাধারন সম্পাদক দেবব্রত দাস কানাই, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতিক উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল, সংগঠনের বর্তমান সাধারন সম্পাদক মাহফুজ খান বাদল।
জাতীয় সংগীত ও চাঁদের হাটের বিগত দিনের কর্মকান্ডের উপর তথ্যচিত্র প্রদর্শনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংগীত পরিবেশন করেন, ক্রিষ্টিনা, ঈশিতা, মেীসুমী, স্বরচিত কবিতা পাঠ করেন সাহানা আক্তার বেনু, নৃত্য পরিবেশন করেন রোদ, রিনতি, সিনা, হাসিব ।
এর আগে দুই দিনের শিশু নাট্য কর্মশালার প্রশিক্ষক ফরিদপুর টাউন থিয়েটারের সাধারন সম্পাদক দেবব্রত দাস কানাই ও নাট্যকার নির্দেশক গোবিন্দ বাগচীকে পুরস্কার দেওয়া হয়।
পরে নাট্যকার ও নির্দেশক গোবিন্দ বাগচীর রচনা ও নিদের্শনায় রবীন্দ্র নাথের বীরপুরুষ, সাড়া বিশ্বের আন্দোলনে নারীদের ভুমিকা নিয়ে নাটিকা কহে নারীগণ ও পৌরনিক সংস্কৃতির বলয় নির্মিত নাটিকা রায়বেশে প্রদর্শিত হয়। এ ছাড়া সাড়া দিনে সদস্যপদ নবায়নপর্ব ও বৃষ্টিভেজা আড্ডায় মেতেছিলো সংগঠনের নতুন-পুরানো সদস্যরা।
নিউজ টুডে ফরিদপুর, ২১ জুলাই, ২০১৫।
জাতীয় শিশু-কিশোর ও যুব কল্যান সংগঠন চাঁদের হাট ফরিদপুর জেলা শাখার পুরানো ও নতুন বন্ধুদের নিয়ে ঈদ পুনমিলনী অনুষ্ঠান “সারাদিন হৈ-চৈ” অনুষ্ঠিত হয়েছে রবিবার ।
স্থানীয় কবি জসীমউদ্দীন হলে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন তিতুর সভাপতিত্বে বক্তব্য দেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফরিদপুর শাখার সাধারন সম্পাদক সিরাজী কবীর খোকন, চাঁদের হাট ফরিদপুর জেলা শাখার প্রাক্তন আহবায়ক সৈয়দ শাখাওয়াত হোসেন, সাবেক আহবায়ক শওকত আলী জাহিদ, ফরিদপুর টাউন থিয়েটারের সাধারন সম্পাদক দেবব্রত দাস কানাই, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতিক উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল, সংগঠনের বর্তমান সাধারন সম্পাদক মাহফুজ খান বাদল।
জাতীয় সংগীত ও চাঁদের হাটের বিগত দিনের কর্মকান্ডের উপর তথ্যচিত্র প্রদর্শনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংগীত পরিবেশন করেন, ক্রিষ্টিনা, ঈশিতা, মেীসুমী, স্বরচিত কবিতা পাঠ করেন সাহানা আক্তার বেনু, নৃত্য পরিবেশন করেন রোদ, রিনতি, সিনা, হাসিব ।
এর আগে দুই দিনের শিশু নাট্য কর্মশালার প্রশিক্ষক ফরিদপুর টাউন থিয়েটারের সাধারন সম্পাদক দেবব্রত দাস কানাই ও নাট্যকার নির্দেশক গোবিন্দ বাগচীকে পুরস্কার দেওয়া হয়।
পরে নাট্যকার ও নির্দেশক গোবিন্দ বাগচীর রচনা ও নিদের্শনায় রবীন্দ্র নাথের বীরপুরুষ, সাড়া বিশ্বের আন্দোলনে নারীদের ভুমিকা নিয়ে নাটিকা কহে নারীগণ ও পৌরনিক সংস্কৃতির বলয় নির্মিত নাটিকা রায়বেশে প্রদর্শিত হয়। এ ছাড়া সাড়া দিনে সদস্যপদ নবায়নপর্ব ও বৃষ্টিভেজা আড্ডায় মেতেছিলো সংগঠনের নতুন-পুরানো সদস্যরা।
নিউজ টুডে ফরিদপুর, ২১ জুলাই, ২০১৫।
No comments:
Post a Comment