মনিরুল ইসলাম টিটোঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর গ্রামের মৃত. কেষ্টা মালোর স্ত্রী সন্ধ্যা রানী (৫৫) কে হত্যার পর তড়িগড়ি দাহ করে আলামত নষ্ট করে ফেলার অপচেষ্টার অভিযোগ করেছে তার স্বজনেরা। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও নিহতের এক ভাইয়ের ছেলে সুকেশ মালো জানায় পারিবারিক বিরোধের জের ধরে সোমবার দুপুরে সন্ধ্যা রানীর দেবর সুনীল মালোর দুই পুত্র সুজন মালো ও সুবোধ মালোসহ কয়েকজন তাকে মারধর করে। এতে সে ক্ষিপ্ত হয়ে থানায় অভিযোগ করার হুমকী দেয়। পরে রাত বারোটার দিকে তাকে ঘরের বারান্দায় মৃত অবস্থায় পাওয়া যায়। এমনকি তড়িঘড়ি করে ভোর চারটার দিকে তাকে দাহ করার চেষ্টা করা হয়। একপর্যায়ে তার দেহের অবশিষ্টাংশ (যে অংশ পোড়েনি) মাটি চাপা দিয়ে রাখা হয়।
নিহতের স্বজন সুকেশ মালো দাবী করেন, রাতে তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। তিনি আরো জানায়, ঘটনাটি ধামাচাপা দিতে এলাকার চিন্নিত কিছু প্রভাবশালী ব্যাক্তি চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরো জানান, সন্ধ্যা রানীর ভাই নিলফামারী থেকে রওয়ানা করেছে, সে আসার পর থানায় অভিযোগ দেয়া হবে। যদিও সন্ধ্যারানী’র পুত্র পরেশ মালো তার মায়ের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দাবী করেছে। স্থানীয় ইউপি সদস্য অখিল সাহা জানান, তড়িঘড়ি করে লাশ শ্বশানে নেয়ার পর আমার নিকট ফোন দিয়ে বিষয়টি জানায় স্থানীয়রা।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি, তবে অভিযোগ পেলে অবশ্যই বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। #
নিউজ টুডে ফরিদপুর, ২১ জুলাই, ২০১৫।
No comments:
Post a Comment