নগরকান্দায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় আওয়ামীলীগ নেতার বাড়িতে হামলা ও ভাংচুরঃ প্রতিবাদে বিক্ষোভ মিছিল। - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, July 21, 2015

নগরকান্দায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় আওয়ামীলীগ নেতার বাড়িতে হামলা ও ভাংচুরঃ প্রতিবাদে বিক্ষোভ মিছিল।


বোরহানুজ্জামান, নগরকান্দা থেকে ঃ
জুয়া ও মাদক ব্যবসার প্রতিবাদ করায় ফরিদপুরের নগরকান্দায় এক আওয়ামীলীগ নেতার বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে  মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী।
স্থানীয়রা জানিয়েছে, নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের বানেশ্বর্দী গ্রামের আওয়ামী নেতা মুহিদুর রহমান ও তার চাচার বাড়িতে হামলা চালিয়েছে স্থানীয় বনেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার ওহিদুল বারী আলম ও তার লোকজন।
এ সময় হামলাকারীরা ইট পাটকেল নিক্ষেপ ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাড়ি ঘরে ব্যাপক ক্ষতিসাধন করে। হামলাকারীরা মুহিদ এর ঘরে ঢুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও ভাংচুর করে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত ৭ জনের মধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে খন্দকার ওহিদুল বারী আলম ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী বানেরশ্বর্দী আঞ্চলিক সড়কে বিক্ষোভ মিছিল বের করে। হামলার ঘটনায় নগরকান্দা থানায় মুহিদুর রহমান বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।
এলাকাবাসী জানিয়েছে, চেয়ারম্যান ও তার লোকজনের জুয়া খেলা, মাদক ব্যবসা ও বিভিন্ন অনৈতিক কাজের প্রতিবাদ করায় এই হামলার ঘটনা ঘটেছে। #
নিউজ টুডে ফরিদপুর, ২১ জুলাই, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages