জেলগেট থেকে আবারো গ্রেফতার দেলোয়ার - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, September 8, 2015

জেলগেট থেকে আবারো গ্রেফতার দেলোয়ার

সালথা প্রতিনিধিঃ
সংসদ উপনেতার জনসভায় বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় জামিন নিয়ে বের হওয়ার সময় ফরিদপুর জেলগেট থেকে আবরো গ্রেফতার হলেন ফরিদপুরের সালথা উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোযার হোসেন। উপজেলার ভাওয়াল ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন মিয়ার দায়ের করা ৫ লাখ টাকার চাঁদাবাজী মামলায় গত সোমবার সন্ধ্যাায় তাকে গ্রেফতার করা হয়। এই মামলায় দেলোয়ার হোসেনের ভাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনসহ আরো ৪ জনকে আসামী করা হয়েছে।
সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) ডি এম বেলায়েত হোসেন দেলোয়ারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাওয়াল ইউপি যুবলীগ সভাপতি মামুন মিয়া ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ১৯ আগষ্ট উপজেলার ইউসুফদিয়া মাঠে এক জনসভায় জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর উপস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেলোয়ার ও তার ভাই আনোয়ারের সমর্থকরা। এ ঘটনায় ওই দিনই ঘটনাস্থল থেকে দেলোয়ারকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়। #
নিউজ টুডে ফরিদপুর, ৮ সেপ্টেম্বর।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages