ফরিদপুরে কলেজ ছাত্র বাবুর হত্যাকারীদের শাস্তি’র দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, September 8, 2015

ফরিদপুরে কলেজ ছাত্র বাবুর হত্যাকারীদের শাস্তি’র দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজ টুডে ফরিদপুরঃ
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র সৈয়দ নাজমুল ইসলাম বাবুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী রাকিবুল হাসান রক্তিম, হাসিবুল হাসান লিমন, রিপন মন্ডল, সানজিদা সঞ্চারী, ইশরাত জাহান স্বর্না প্রমুখ। বক্তারা অবিলম্বে বাবুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য,গত ২৪ আগস্ট জেলার চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের সুলতানপুর গ্রাম থেকে বাবুর লাশ উদ্ধার করে পুলিশ। বাবু ফরিদপুর শহরতলির রঘুনন্দনপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। সে এ বছর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages